T20 WC-এর আগে দু’দিকে বল সুইং করানোর অনুশীলন করেছি-সাফল্যের রহস্য ফাঁস তাসকিনের
শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের শুরুটা বেশ ভালো ভাবেই হয়েছে বাংলাদেশের। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সুপার-১২-তে পৌঁছে তাদের প্রথম ম্যাচে তুলে নিয়েছে জয়। হোবার্টের ম্যাচে এ দিন লড়াকু জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ৯ রানের ব্যবধানে বাংলাদেশ দল হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ম্যাচ জয়ের অন্যতম কারিগর তাসকিন আহমেদ বুঝিয়ে দিলেন, জয়টা দলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, খুব ভালো একটা জয় পেয়েছে দল। দলের জন্য জয়টা খুব দরকার ছিল।
আরও পড়ুন: SA-ZIM ম্যাচে বাতিল হওয়ায় লাভ হল ভারত- পাকিস্তানের, দেখুন সমীকরণ
তাসকিন জানিয়েছেন, ‘দলের জন্য খুব ভালো একটা জয়। দলের এই মুহূর্তে এই জয়টা দরকার ছিল। দলগত ভাবে আমরা ভালো খেলেছি। আমি খুশি, দলের জন্য অবদান রাখতে পারার জন্য। আমি বেসিকটা ধরে রেখেছিলাম। প্রথম ইনিংসে বল মুভ করছিল। তাই আমি টেস্ট ম্যাচে যে লেন্থে বল করি, সেই লেন্থেই বল করেছি।’
বোলিং কোচ তথা প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের থেকে পাওয়া শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে তাসকিন জানিয়েছেন, ‘আমি দুই দিকেই বল সুইং করাতে পারি। সেটাই এই ম্যাচেও আমার মূল লক্ষ্য ছিল। আমি এই বিষয়টা নিয়ে কাজ করেছি। বিশ্বকাপে আসার আগে এই বিষয়টা নিয়ে কাজ করেছি। আর সেটাই আজকে ২২ গজে করতে পারাতে আমি খুশি।’
আরও পড়ুন: মাঠে অনুপ্রবেশকারীকে ৬ লাখ জরিমানা,ভারত অভিযোগ জানালে কঠোর হত শাস্তি
এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। আফিফ হোসেন সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়াও নাজমুল হোসেন শান্ত ২৫ রান করেন। পরবর্তীতে ১২ বলে ২০ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন মোসাদ্দেক হোসেন।
নেদারল্যান্ডস দলের হয়ে বাস ডি’লিড এবং পল ভ্যান মেকেরেন দু’টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত লড়াই করেও ১৩৫ রানেই আটকে যেতে হয় নেদারল্যান্ডসকে। ৬২ রান করে অনবদ্য লড়াই চালিয়েও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হন কলিন অ্যাকারম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করেন মেকেরেন। ১৪ বলে ২৪ রান করেন পল ভ্যান মেকেরেন।
For all the latest Sports News Click Here