T20 WC: হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান
দুই ইনফর্ম দল, দুর্ধর্ষ অধিনায়ক, আগ্রাসী ওপেনার, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের পটভূমি আগে থেকেই সেট ছিল। ২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালের মতোই এই ম্যাচেও ভাগ্য একদিক থেকে বারংবার অপরদিকের পক্ষে ঘুরছিল। তবে অবশেষে পাঁচ উইকেট বাকি রেখে বাজিমাত করেন কিউয়িরা।
ম্যাচে পরাজিত হলেও ব্যাটিং বা বোলিং, কোনো বিভাগেই তেমন কোন ভুলত্রুটি হয়েছিল বলে মানতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ম্যাচে নামার আগে থেকেই জানতাম যে দুই দলই সমান দক্ষ। কেন (উইলিয়ামসন) এবং ওর দল আমাদেরকে পরাস্ত করেছে এবং তার জন্য ওদের বাহবা প্রাপ্য। আমাদের আজকের রাতের পারফরম্যান্সে আমি কোন ভুলত্রুটির জায়গা দেখতে পাচ্ছি না। গোটা টুর্নামেন্ট জুড়েই আমরা পারফর্ম করেছি, তবে আজকে আমাদের পরাস্ত হতে হয়েছে। দলের সকলের পারফরম্যান্সেই আমি ভীষণ গর্বিত।’
বল হাতে ভালভাবে শুরু করার পর ইংল্যান্ডের দখলে ম্যাচ রয়েছে বলে মনে হলেও শেষের দিকে ১৮ বলে ৫৭ রান করে কিউয়িরা বাজিমাত করে। মর্গ্যানও সেই কথাই মনে করিয়ে দিয়ে জানান গোটা ম্যাচেই কখনই ইংল্যান্ড ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়নি। ‘ম্য়াচের গুরুত্বপূর্ণ সময়গুলিকে চিহ্নিত করাটা বেশ কঠিন। আমি মনে করি আমাদের গোটা ইনিংস এবং ১৭-১৮ ওভার (কিউয়িদের ইনিংসের) পর্যন্ত আমরা ম্যাচে সমানে সমানে বজায় ছিলাম। ওর একেবারে শেষ অবধি ম্যাচ নিয়ে গিয়ে যখন একেবারে আর কোনো পথ নেই তখনই আক্রমণ করে এবং তাতে সফলও হয়।’
For all the latest Sports News Click Here