T20 সিরিজে নজর কাড়তে পারেন এমন ৫ ক্যারিবিয়ান ক্রিকেটারের সঙ্গে পরিচয় করে নিন
শুভব্রত মুখার্জি
বুধবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দল। ওয়ান ডে সিরিজে ইতিমধ্যেই ক্যারিবিয়ান বাহিনীকে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করেছে রোহিতরা। তবে টি-২০ ফর্ম্যাটে উইন্ডিজ দল বেশ বিপদজনক দল। টি-২০ ফর্ম্যাটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ হবে না। সিরিজ শুরুর আগে আসুন পরিচয় করে নেওয়া যাক উইন্ডিজ স্কোয়াডে থাকা ৫ ‘অখ্যাত’ ক্রিকেটারের সাথে যারা এই সিরিজে তারকা হয়ে উঠতে পারেন।
১) রোমারিও শেফার্ড (বোলিং অলরাউন্ডার):- গায়ানার এই অলরাউন্ডার ক্রিকেটার এবারের আইপিএল নিলামের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন। ৭.৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল। এখনও পর্যন্ত দেশের জার্সিতে মাত্র ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে তিনি ৫ ম্যাচে ৬১ রান করার পাশাপাশি নেন ৬টি উইকেটও। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৬০-এরও বেশি।
২) কাইল মায়ের্স (ব্যাটিং অলরাউন্ডার): নিজের অভিষেক টেস্টেই দ্বিশতরান করে বাংলাদেশের মাটিতে উইন্ডিজ দলকে টেস্ট জিতিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার ইতিমধ্যেই ৪টি টি-২০ ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে শেষ দুই ম্যাচে তিনি ৪০ ও ৩২ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এবারের মেগা নিলামে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে লখনউ।
৩) ব্রেন্ডন কিং (ডানহাতি টপ অর্ডার ব্যাটার): ২৭ বছর বয়সী এই ব্যাটার ওয়ানডে সিরিজে একেবারেই ভালো খেলতে পারেননি। তিনি ১৩, ১৮ এবং ১৪ রান মাত্র করতে সমর্থ হয়েছিলেন। জামাইকান এই ব্যাটার ইংল্যান্ড সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। দেশের হয়ে মাত্র ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। দুদিনের মেগা নিলামে যদিও তাঁর বেস প্রাইস ৫০ লক্ষেও কোনও দল তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। টি-২০’তে তাঁর সর্বোচ্চ স্কোর ৬৭। স্ট্রাইক রেট ১৩০।
৪) ওডিন স্মিথ (বোলিং অলরাউন্ডার): সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিনটির মধ্যে দুটি ম্যাচ খেলেন তিনি। যেখানে বিরাট কোহলি এবং ঋষভ পন্তের মতো দুই বিশ্বসেরা ব্যাটারকে আউট করতেও সক্ষম হন। এরপরেই মেগা নিলামে তাঁকে নিয়ে জোর দড়ি টানাটানি চলে। পঞ্জাব কিংস দল তাঁকে ৬ কোটিতে কিনে নিজেদের দলে নেয়। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি ব্যাট হাতেও ২৪ এবং ৩৬ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা ৮টি টি-২০’তে তিনি ৭টি উইকেট নিয়েছেন এবং ৪৯ রান করেছেন।
৫) রোভম্যান পাওয়েল (ডানহাতি মিডল অর্ডার ব্যাটার): এই ২৮ বছর বয়সী তারকা ২০১৭ সালে উইন্ডিজদের হয়ে অভিষেক ঘটান। দেশের হয়ে ৩৬টি টি-২০ ম্যাচে এই জামাইকান এখন পর্যন্ত ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৫২৪ রান করেছেন। ২.৮০ কোটি টাকা খরচ করে দিল্লি ক্যাপিটালস এবার নিলাম থেকে তাঁকে নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।
For all the latest Sports News Click Here