T20-র নেতৃত্ব ছেড়ে টেস্টে অধিনায়ক হলেন বাভুমা, বড় দায়িত্বে ডুমিনি
তেম্বা বাভুমা হবেন দক্ষিণ আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক। অভিজ্ঞ তারকা ব্যাটর জেপি ডুমিনিকে করা হল দলের ব্যাটিং কোচ। নিজেদের দলের নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের জায়গায় টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তেম্বা বাভুমাকে। সেই সঙ্গে ব্যাটিং কোচ করা হয়েছে জেপি ডুমিনিকে। এলগারকে ২০২১ সালের মাঝামাঝি টেস্ট অধিনায়ক করা হয়েছিল। তারপর তারা ভারতের বিরুদ্ধে হোম সিরিজ জয় সহ প্রথম চারটি টেস্ট সিরিজ জিতেছিল, কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে এলগারের দল হারের সম্মুখীন হয়েছিল। তেম্বা বাভুমা ওয়ানডে অধিনায়ক হিসাবে অব্যাহত থাকবেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরে তাঁকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন… GT 2023 IPL Fixture: ধোনির CSK-র বিরুদ্ধে আসন্ন IPL অভিযান শুরু করবে গুজরাট টাইটানস, জানুন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সূচি
টেস্টে বাভুমা কোচ শুক্রি কনরাডের সঙ্গে দল গড়বেন। ওডিআই খেলায় তাঁকে সাহায্য করার জন্য বাভুমা তাঁকে কৃতিত্ব দেন। তিনি জানুয়ারিতে সিরিজ জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেছিলেন এছাড়াও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রেখেছিলেন বাভুমা। গত দুই সিরিজ হারানো পরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অনেক পরিবর্তন করা হবে। ওপেনার সারেল এরভিকে বাদ দেওয়া হলেও আইডেন মার্করামের ফেরার দরজা খুলে দেওয়া হয়েছে। থিউনিস ডি ব্রুইন অবসর নিয়েছেন ফলে তাকেও পাবে না দক্ষিণ আফ্রিকা দল।
আরও পড়ুন… Ranji Trophy Final: এখনও তিন দিন সময় আছে, অনেক কিছু হতে পারে, হাল ছাড়ছেন না বাংলার কোচ লক্ষ্মীরতন
দক্ষিণ আফ্রিকার কোচিং সেটআপেও বড় পরিবর্তন করা হয়েছে। ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন জেপি ডুমিনি। তিনি জাস্টিন সিমন্সের স্থলাভিষিক্ত হবেন। ডুমিনি বর্তমানে পার্ল রকসের প্রধান কোচ। ডুমিনির সিলেকশন প্যানেলের অংশ হতে পারে। ছাটাই করা হয়েছে নির্বাচন সমন্বয়কারী ভিক্টর ম্পিতসাং এবং নির্বাচক প্যাট্রিক মোরোনিকে। সম্প্রতি বিতর্কে দুজনের নাম উঠেছিল। যার অন্তর্ভুক্ত ছিল ম্যাঞ্চেস্টার টেস্টে সাইমন হার্মারের অন্তর্ভুক্তি।
২৮ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি। এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন এবং সেনুরান মুথুসামিকে ফিরিয়ে আনা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট। খেলা হবে মোট ২টি টেস্ট ম্যাচ।
দেখে নিন দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উয়ান মুলদার, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, কাগিসো রাবাডা, রায়ান রিকেল্টন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here