T20-র অভিজ্ঞতা রয়েছে,এমন কাউকে দরকার- দ্রাবিড়ের কোচিং নিয়ে প্রশ্ন তুললেন ভাজ্জি
ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে ১০ উইকেটে হেরে ছিটকে যায়। যে দলকে নিয়ে এ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল আপামর ভারত, সেই দল সেমিতে বাজে ভাবে হারায় মন ভেঙেছিল সকলের। আর সেই হারের পর থেকে ভারতের তীব্র সমালোচনা চলছে। যার রেশ এখনও রয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে রোহিত শর্মার অধিনায়কত্ব এবং রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে।
অনেকেরই দাবি, টি-টোয়েন্টি সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই রাহুল দ্রাবিড়ের। আর সেই কারণেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডুবতে হয়েছে ভারতকে। দ্রাবিড় নিঃসন্দেহে একজন দুর্দান্ত ক্রিকেটার। তবে তাঁর কোচিং করানোর পদ্ধতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আসলে বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না দ্রাবিড়, এমন দাবি করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। তাঁরা বলছেন, রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারতীয় দল যে ক্রিকেট খেলছে, সেটা আজকের যুগে আর প্রযোজ্য নয়।
আরও পড়ুন: পন্ত দলের বোঝা হয়ে উঠছে- সঞ্জুকে খেলানোর বিষয়ে সরব ভারতের প্রাক্তনী
এ বার রাহুল দ্রাবিড়ের সমালোচকদের তালিকায় আর একটি নতুন নাম যুক্ত হয়েছে। তিনি হলেন হরভজন সিং। ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং স্পষ্ট ভাষার বলে দিয়েছেন, দ্রাবিড়ের জায়গায় আশিস নেহরাও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো কোচ হবেন। তবে দ্রাবিড়কে পুরো ছেঁটে না ফেলে, আশিস নেহরাকে তাঁর সঙ্গে জুড়ে দিতে বলছেন হরভজন।
আর ক্যাপ্টেন হওয়ার জন্য ভাজ্জির বাজি আবার হার্দিক পান্ডিয়া। আশিস নেহরা-হার্দিক পান্ডিয়া জুটিতেই প্ৰথম বার আইপিএল খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। হরভজনের বক্তব্য, এমন কারও দায়িত্ব দেওয়া উচিত, যিনি এই ফরম্যাট দারুণ ভাবে বুঝতে পারেন।
হরভজন বলেছেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই এই কথা বলতে চলেছি। তাঁর সঙ্গে আমি দীর্ঘ দিন এক দলে খেলেছি এবং তাঁর ক্রিকেট নিয়ে অগাধ জ্ঞানকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা করি। তবে আমি মনে করি, আশিস নেহরাকে যদি ভারতীয় দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত করা যায় তাহলে আখেরে ভারতীয় দলের লাভই হবে।’
আরও পড়ুন: নেতৃত্ব হারানোর ভয় নেই- IND vs NZ ODI শুরুর আগে বিন্দাস জবাব শিখরের
কেন তিনি দ্রাবিড়ের থেকে নেহরাকে এগিয়ে রাখছেন সেই ব্যাখ্যাও হরভজন দিয়েছেন। তিনি বলেছেন, ‘নেহরা নিজে বেশ কিছু দিন টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলেছেন। কোচ হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন। আমি বলছি না, রাহুল দ্রাবিড়কে সরিয়ে দেওয়ার কথা। তবে আমার মনে হয়, যদি নেহরাকে দ্রাবিড়ের সঙ্গে জুড়ে দেওয়া হয় তা হলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে।’
ভাজ্জি আরও দাবি, ‘আশিস নেহরাকে নিয়োগ করা হলে তরুণ ক্রিকেটাররাও উৎসাহিত হবে। আশিস নেহরাই শুধু নয়, এমন যে কেউ হতে পারেন, যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।’
হরভজন সিং ক্যাপ্টেন হিসেবে হার্দিককে চাইছেন। এই প্রসঙ্গে তাঁর দাবি, ‘ক্যাপ্টেন হিসেবে আমার পছন্দ হার্দিক পান্ডিয়া। এর থেকে ভালো অপশন এই মুহূর্তে আর নেই। দলের সেরা ক্রিকেটার ও। স্কোয়াডে ওঁর মত আরও প্লেয়ারদের প্রয়োজন।’
For all the latest Sports News Click Here