T20 ভারতের এক্স ফ্যাক্টর হতে চলেছেন কোন প্লেয়ার, নাম বললেন KKR-এর দীনেশ কার্তিক
রবিবার ভারত-পাকিস্তান মহারণ দিয়েই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে দুই দেশই। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ২০০৭ সালের টি-টোয়েন্টি পুনরাবৃত্তি চাইছে ভারতের সমর্থকেরা। যে বার একঝাঁক তরুণ মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দাপিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন। সেই দলের সদস্য ছিলেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটসম্যান আবার এই বছরের বিশ্বকাপে ‘রহস্যময়’ স্পিনার বরুণ চক্রবর্তীকে ভারতের এক্স ফ্যাক্টর বলে দাবি করেছেন।
কেকেআর-এ কার্তিকের সতীর্থ ছিলেন বরুণ। কার্তিক বিশ্বাস করেন, ‘রহস্যময়’ স্পিনারই ভারতের সাফল্যের অন্যতম চাবিকাঠি হবে। কারণ এখনও বেশির ভাগ টিমের প্লেয়াররাই তাঁর বিরুদ্ধে খেলেননি। কেকেআর-এর উইকেটকিপার ব্যাটসম্যান এক সর্বভারতীয় টিভি চ্যানেলে বলেওছেন, ‘গত কয়েক বছরে ভারতের বোলিং আক্রমণে অনেক উন্নতি হয়েছে। যে কারণে আমরা এখন বিদেশে জিতছি। আমাদের (জসপ্রীত) বুমরাহ, ভুবি (ভুবনেশ্বর কুমার), (মহম্মদ) সামি এবং শার্দুল ঠাকুররা খুবই ভাল। এর সঙ্গেই যুক্ত হবে, এক্স ফ্যাক্টর বরুণ চক্রবর্তী। ওর বিপক্ষে খুব বেশি ব্যাটসম্যান খেলেনি। ও একজন রহস্যময় স্পিনার। আর এই ধরনের ক্রিকেটার বিরল।’
এ বার আইপিএলের ১৭ ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন বরুণ। আর ইকোনমি-রেট খুবই ভাল। ৬.৫৮। কার্তিকের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলবেন বরুণ। তিনি বলেছেন, ‘১০০% ও খেলবে, এতে কোন সন্দেহ নেই। জাদেজা, বরুণ চক্রবর্তী, শার্দুল ঠাকুর এবং জাসপ্রীত বুমরাহ অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। সামি এবং ভূবির মধ্যে একজন পঞ্চম বোলার হবেন।’
For all the latest Sports News Click Here