T20 বোঝেন এমন কাউকে আনুন: ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন কোচের পরামর্শ দিলেন হরভজন সিং
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ক্রিকেটে বিভিন্ন ফর্ম্যাট-ভিন্ন কোচের সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কারণ তাঁর মতে বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় টি-টোয়েন্টি ফর্ম্যাট বোঝেন না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়ে হরভজন সিং ইংল্যান্ড ক্রিকেট দলের মাধ্যমে তাঁর বিশ্বাসের উদাহরণ দিয়েছিলেন। হরভজন সিং মনে করেন যে বীরেন্দ্র সেহওয়াগ বা আশিস নেহরার মতো কাউকে টি-টোয়েন্টি দলের মেন্টর করার দায়িত্ব দেওয়া যেতে পারে। কারণ ভারতের এমন একজন কোচের প্রয়োজন যিনি ‘টি-টোয়েন্টির ধারণা এবং খেলার চাহিদা বোঝেন।’
হরভজন সিং বলেন, ‘হ্যাঁ, আপনার দুইজন অধিনায়ক আছে, তাই আপনার দুইজন কোচও থাকতে পারে। কেন না? এমন কেউ যার বিভিন্ন পরিকল্পনা আছে। যেমনটা ইংল্যান্ড করেছে ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। বীরেন্দ্র সেহওয়াগ বা আশিস নেহরার মতো কেউ যিনি গুজরাট টাইটানসের সঙ্গে কাজ করেছেন এবং হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে তাঁর প্রথম টুর্নামেন্ট (আইপিএল) জিততে সাহায্য করেছেন। তাই এমন কাউকে আনুন যিনি টি-টোয়েন্টির ধারণা এবং খেলার চাহিদা বোঝেন।’
আরও পড়ুন… Mukesh Kumar Engagement: বিহারের মেয়েকে মন দিলেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার মুকেশ কুমার, দেখুন বাগদানের ছবি
হরভজন সিং আরও বলেন, ‘কোচ জানেন যে টি-টোয়েন্টি ক্রিকেটে ফোকাস। ধরুন আশিস নেহরা যদি টি-টোয়েন্টি কোচ হন, তিনি জানেন যে তাঁর কাজ হল টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করা এবং রাহুল দ্রাবিড় জানেন যে কীভাবে ভারতীয় দল টেস্ট এবং ওয়ানডেতে এক নম্বর হতে পারে তা নিয়ে তাঁকে কাজ করতে হবে।’
হরভজন সিং ভারতীয় দলকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছুটা অভিপ্রায় দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের আরেকটু অভিপ্রায় দেখাতে হবে। আপনি যদি টি-টোয়েন্টি খেলতে থাকেন, তাহলে ওডিআই ম্যাচের মতো খেলতে পারবেন না। আপনি যদি ওয়ানডে খেলছেন, তাহলে টেস্ট ম্যাচের মতো খেলতে পারবেন না।’
আরও পড়ুন… ‘পরের বছরের চুক্তি নিয়ে কিছু ফাইনাল হয়নি’- ইস্টবেঙ্গলের আসন্ন মরশুম নিয়ে ভাবছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন
হরভজন আরও বলেছেন, ‘আপনি যদি চ্যাম্পিয়নশিপ জিততে চান, তা হলে আপনি দুই-তিনজন খেলোয়াড়ের উপর নির্ভর করতে পারবেন না। আপনার সামনে যখন বিশ্বকাপ, আপনার একই সময়ে আট থেকে নয়জন খেলোয়াড়ের প্রয়োজন। এক বা দুইজন খেলোয়াড় আপনাকে ম্যাচ জেতাতে পারবেন না, শুধুমাত্র দলই আপনাকে টুর্নামেন্ট জেতাতে পারে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here