T20 বিশ্বকাপে চরম ব্যর্থতা! ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ত্ব ছাড়লেন পুরান
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ‘সুপার ১২’ পর্যায়ে তুলতে পারেননি। তারপরই ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন নিকোলাস পুরান। যিনি চলতি বছর মে’তে কায়রন পোলার্ডের থেকে সেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
বৃহস্পতিবার পুরান বলেছেন, ‘টি-টোয়েন্টি চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব নিয়ে অনেক ভেবেছি। আমি অত্যন্ত গর্ব এবং ভালোবাসার সঙ্গে ওই দায়িত্বভার গ্রহণ করেছিলাম। গত বছর সেই দায়িত্ব পালনের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমাদের বিচার করা ঠিক নয়। আগামিদিনের পর্যালোচনা প্রক্রিয়ায় আমি থাকব। আমরা ফের একসঙ্গে খেলার আগে কয়েক মাস সময় আছে। আগামী বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ এবং তারপরের জন্যও যাতে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, তাই আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পর্যাপ্ত সময় দিতে চাইছি।’
আরও পড়ুন: T20 WC 2022 New Rules: ২০২৪ সালের বিশ্বকাপে ২০ দল, হেভিওয়েটদের খেলতে হবে প্রথম থেকেই, সুপার ১২-র বদলে সুপার ৮!
অধিনায়কত্ব ছেড়ে দিলেও ওয়েস্ট ইন্ডিজের দলে সিনিয়র খেলোয়াড় হিসেবে বাড়তি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুরান। বাঁ-হাতি ক্যারিবিয়ান ব্যাটার ও উইকেটরক্ষক বলেন, ‘এটা হাল ছেড়ে দেওয়া নয়। আমার মধ্যে এখনও উচ্চাকাঙ্ক্ষা আছে এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হতে পারার বিষয়টিকে গর্বের জিনিস বলে মনে করি। আমি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি পুরোপুরি দায়বদ্ধ থাকব এবং সিনিয়র খেলোয়াড় হিসেবে যে দলকে সাহায্য করব, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার ১২’ পর্যায়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রাথমিক পর্যায়ের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে জেতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে শেষ ম্যাচে জিতলেই ‘সুপার ১২’-এ যেতেন পুরানরা। কিন্তু সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ক্যারিবিয়ানরা। তার জেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: Virat Kohli’s epic post on MS Dhoni: জলের বোতলেও ধোনিকে দেখতে পাচ্ছেন বিরাট! নিজেই জানালেন ইনস্টাগ্রামে
সেই পরিস্থিতিতে পুরান বলেন, ‘(দলের স্বার্থে) এবং নিজের ব্যক্তিগত স্বার্থে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। যাতে আমি সাধারণ খেলোয়াড় হিসেবে দলের হয়ে ভালো খেলার দিকে মনোযোগ দিতে পারে। আমি প্রবলভাবে চাই যে আমরা সফল হই এবং আগামিদিনে সাধারণ খেলোয়াড় হিসেবে দলের গুরুত্বপূর্ণ সময় রান করতে চাই আমি।’
For all the latest Sports News Click Here