T20 বিশ্বকাপের মধ্যেই কাতার ফুটবল বিশ্বকাপ দেখার পরিকল্পনা করে ফেললেন সৌরভ
বুধবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই নান প্রসঙ্গে মুখ খোলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। এদিন বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় কমনওয়েলথ গেমসে পদকজয়ী অচিন্ত্য শিউলি এবং স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষালের হাতে। পুরস্কৃত করা হয় মনোজ তিওয়ারিকে। রঞ্জি ট্রফিতে দুটি শতরান এবং অর্ধশতরান করেছিলেন মনোজ। বাংলাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান। পুরস্কার পেয়ে মনোজ জানিয়েছেন এখনও তিনি স্বপ্ন দেখেন বাংলাকে ভারত সেরা করার। তাই খেলা চালিয়ে যাবেন।
এছাড়াও টেবিল টেনিস খেলোয়াড় সুতির্থা মুখোপাধ্যায়, ফুটবলার শৌভিক চক্রবর্তী, জিমন্যাস্ট প্রণতি নায়েকদের পুরস্কৃত করা হয়। বহু বছর আগে ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে ক্যারিয়ারের প্রথম দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পুরস্কৃত করা হয়েছিল। সেই কথা মনে করালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ফউটবল থেকে ক্রিকেট নানা প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি।
আরও পড়ুন… স্কটল্যান্ডের পর বাংলাদেশ, ১৩ বছর বাদে ফের ১০০ রানের বেশি মার্জিনে WC-এ জিতল প্রোটিয়ারা
আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারের পরে সকলের মতো অবাক হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন বৃষ্টি পড়ে অনেক হিসেব বদলে যেতে পারে বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে যে ব্যবহার করা হয়েছে তা নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। মঙ্গলবার অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটারদের ঠান্ডা খাবার দেওয়া হয়েছিল। যা ছিল পরিমাণে অত্যন্ত কম এবং নিজেদের স্যান্ডউইচ নিজেদের বানিয়ে নিতে বলা হয়েছিল। তাছাড়া যে মাঠে ভারতের অনুশীলন রাখা হয়েছিল তা হোটেল থেকে এক ঘন্টার দূরত্ব। অনেকের অভিযোগ ইচ্ছে করে ভারতীয় দলের সঙ্গে খারাপ ব্যবহার করছে আইসিসি। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আশাবাদী খাবার এবং অনুশীলনের সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে নেবে বিসিসিআই।
আরও পড়ুন… এখনও চালু করেনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া- ভারতের আগে ক্রিকেটে সম বেতন দিয়েছে মাত্র একটি দেশ
এদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে বেশ উত্তেজিত সৌরভ গঙ্গোপাধ্যায়। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল দেখতে কাতারে উড়ে যাবেন সৌরভ। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে এবার। তাই এই দুই মহান ফুটবলারকে সফল হতে দেখতে চান মহারাজ। কারণ দুজনকেই অসম্ভব ভালোবাসেন তিনি। তবে মেসি এবং রোনাল্ডোর সাফল্য যে তাদের একার হাতে নেই সেটাও জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দল হিসেবে পারফর্ম করতে হবে আর্জেন্তিনা এবং পর্তুগালকে। তবেই এই দুই কিংবদন্তির পক্ষে ভালো ফল করা সম্ভব হবে।
For all the latest Sports News Click Here