Switzerland vs Cameroon: এম্বোলোর গোলে ক্যামেরুনকে ১-০ হারাল সুইৎজারল্যান্ড
২০২২ কাতার ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে দিল সুইৎজারল্যান্ড। এই ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রিল এম্বোলো। ম্যাচের ৪৮তম মিনিটে শাকিরির দুর্দান্ত পাসে গোল করে দলকে নির্ধারক লিড এনে দেন তিনি। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২-এ জয়ের সূচনা করেছে সুইৎজারল্যান্ড। এই ম্যাচের শুরু থেকেই সুইৎজারল্যান্ড দলকে ফেভারিট ভাবা হলেও প্রথমার্ধে দুর্দান্ত খেলা দেখায় ক্যামেরুন। দুই দলের মধ্যে খুব ক্লোজ লড়াই হয়। তবে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই সুইৎজারল্যান্ড দুর্দান্ত গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ৪৮ মিনিটে শাকিরির চমৎকার পাসকে গোলে রূপান্তরিত করেন এম্বোলো। এরপরও দুই দলই গোল করার আপ্রাণ চেষ্টা চালালেও সফলতা পায়নি কোনও দল। এম্বোলোর গোলটি নির্ণায়ক প্রমাণিত হয় এবং ক্যামেরুন নিজেদেরকে সমতায় ফেরাতে চায়।
আরও পড়ুন… পিতার পথেই পুত্র… প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেজনারিন
এই ম্যাচে সুইৎজারল্যান্ডের পায়ে ছিল ৫১ শতাংশ বল পজিশন এবং ক্যামেরুনের পায়ে ছিল ৪৯ শতাংশ বল পজিশন। দুই দলের খেলোয়াড়রাও দু’বার অফসাইডে ছিলেন। তবে, সুইজারল্যান্ড ১১ কর্নার অর্জন করেছিল, যেখানে ক্যামেরুন ম্যানেজ করেছে মাত্র পাঁচটি কর্ণার। সুইজারল্যান্ডের দুই এবং ক্যামেরুনের একজন হলুদ কার্ড দেখেন।
ক্যামেরুন গোলের আটটি চেষ্টা করেছিল। এর মধ্যে পাঁচটি শটও লক্ষ্যে ছিল, কিন্তু কোনওটিতেই গোল করতে পারেনি এই দলটি। এই ম্যাচে বেশ কয়েকটি চমৎকার সেভ করেন সুইস গোলরক্ষক। একই সময়ে গোলের সাতটি চেষ্টা করেছিল সুইৎজারল্যান্ড। এর মধ্যে তিনটি লক্ষ্যে ছিল এবং একটিতে দল গোল করতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন… বাংলাদেশ সফরে জন্য বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের হাতে ভারতীয় ‘এ’ দলের নেতৃত্ব
সুইৎজারল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন এম্বোলো। ৪৮তম মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শাকিরির চমৎকার পাসের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এম্বোলো। তবে পুরো ম্যাচেই দুই দলের মধ্যে ক্লোজ লড়াই হয়েছে। সুইৎজারল্যান্ডের তুলনায় ক্যামেরুনের দল বেশি আক্রমণাত্মক খেলেও শেষ পর্যন্ত সাফল্য পায় সুইজারল্যান্ড। ক্যামেরুন গোলের জন্য মোট সাতটি চেষ্টা করেছে, এর মধ্যে চারটি শট লক্ষ্যবস্তুতে লেগেছে, কিন্তু গোল হয়নি। একই সময়ে সুইৎজারল্যান্ড চারটি লক্ষ্যে একটি শট মেরেছে এবং এটিতে গোল করতে সক্ষম হয়েছে।
For all the latest Sports News Click Here