Swarnadipto-Arpita:বিয়ে করছেন ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে-বউমা, Menu-Venue সবটা জানুন
টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। বেশকিছুদিন আগেই দীর্ঘদিনের বন্ধু সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের কথা জানিয়েছেনঅভিনেত্রী সন্দীপ্তা সেন। এবার শোনা যাচ্ছে অপরাজিতা আঢ্যের ছেলে-বউমার বিয়ের খবর। নাহ, রিয়েল নয়, এরাঁ অপরাজিতা রিলের ছেলে-বউমা। এঁরা হলেন টেলি অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতার ছেলে-বউমার চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।
সোশ্যল মিডিয়ায় আইবুড়ো ভাত খাওয়ার ছবিও পোস্ট করেছেন স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। আর তারপরই তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু বিয়েটা হচ্ছে কবে? জীবনের এই বিশেষ দিনে কীভাবে সাজবেন স্বর্ণদীপ্ত-অর্পিতা? খাবারের মেনুতেই বা কী থাকছে? অর্পিতার সঙ্গে বিয়ে নিয়ে সমস্ত কিছু হিন্দুস্তান টাইমস বাংলা-র সঙ্গে শেয়ার করলেন অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ।
বিয়েটা হচ্ছে কবে?
স্বর্ণদীপ্ত: দীপাবলির পর নভেম্বরের শেষ সপ্তাহেই আমাদের বিয়ে। তবে বিয়ের নির্দিষ্ট দিনটা আমরা এখনই প্রকাশ করতে চাই না। বিয়েটা হচ্ছে বাগুইআটিতে। অর্পিতার পরিবার একটা ব্যাঙ্কোয়েট হল বুক করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। আর রিসেপশন হবে পাটুলির সত্যজিৎ পার্কে।
বিয়ের কেনাকাটা তাহলে শেষ?
স্বর্ণদীপ্ত: হ্যাঁ, কেনাকাটা প্রায় পুরোটাই শেষ। বহু আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। তাই বেশিরভাগ কেনাকাটাই হয়ে গিয়েছে। আর যেটুকু বাকি আছে টুকটাক, সেটাও কয়েকদিনের মধ্যে করে ফেলব। মোটামুটি অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই সব কেনাকাটা হয়ে গিয়েছে।
আরও পড়ুন-বিদ্যা বালানের সিনেমার দুনিয়ায় পা রাখা তাঁরই হাত ধরে, প্রয়াত ‘ভালো থেকো’র পরিচালক গৌতম হালদার
আরও পড়ুন-একফালি কাপড় গায়ে একগলা জলে ডুব, সোহিনী বলছেন, ‘তাকে খুব কাছে যেই পাই……’
আরও পড়ুন-৭ ডিসেম্বর বিয়ে, শুরু হয়ে গেল সন্দীপ্তার আইবুড়োভাত পর্ব, কী ছিল মেনুতে?
বিয়েতে কীভাবে সাজবেন?
স্বর্ণদীপ্ত: এক্কেবারে পুরোদস্তুর বাঙালি সাজে। অর্পিতা পরবে বেনারসি, আমি পরব ধুতি-পাঞ্জাবি। বাড়ি সকলকেই অনুরোধ করেছি যেন মেয়েরা শাড়ি কিংবা শালোয়ার পরে, আর ছেলেরা পাঞ্জাবি, বাড়ির লোকজন যাতে ওয়েস্টার্ন না পরে সেটা অনুরোধ করেছি। আমি আসলে পুরো বাঙালি লুকই রাখতে চাইছি।
বিয়ের মেনুতে কী থাকছে?
স্বর্ণদীপ্ত: মেনুতে ৪-৫ রকম স্টার্টার থাকছে, মকটেল থাকছে। মশালা কুলচা থাকছে, বিরিয়ানি থাকছে, সবকটা ঠিক আমারও মনে নেই, মিষ্টি থাকছে, আইসক্রিম কাউন্টার থাকবে, এসব নানান কিছু।
মধুচন্দ্রিমার পরিকল্পনা হয়েছে?
স্বর্ণদীপ্ত: এখন আসলে আমরা দুজনেই শ্যুটিংয়ে ব্যস্ত, তাই এখনই অতগুলো ছুটি পাব না। বিয়ের লম্বা ছুটি নিচ্ছি। তাই মধুচন্দ্রিমায় যাওয়া এখনই হবে না, ওটা আগামী বছর শেষের দিকে হয়ত হবে। তেমনই পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, এই মুহূর্ত ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে স্বর্ণদীপ্ত ঘোষকে। অন্যদিকে অর্পিতা মণ্ডল ‘ফুলকি’তে অভিনয় করছেন।
For all the latest entertainment News Click Here