SSC কাণ্ডে ‘মিডলম্যান’ প্রসন্নকুমার!প্রথম ছবির প্রযোজক প্রসঙ্গে কী বললেন বর্ষালী
এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়। তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে টাকা নেওয়ায় অভিযুক্ত প্রসন্ন। সিবিআই সূত্রে খবর, ধৃত মিডলম্যান প্রদীপ সিংকে জেরা করেই খোঁজ মিলেছে প্রসন্নকুমারের। কিন্তু কে এই প্রসন্নকুমার?
টলিউডের সঙ্গে যোগ রয়েছে এই প্রসন্নকুমার রায়ের। ‘ফিল্মস বি আইডিয়াল’ নামক এক প্রযোজনা সংস্থা চালাতেন তিনি। । দু’টি ছবির প্রযোজনাও করেছিলেন তিনি। আরও পড়ুন: ‘না’ বললেন গুটখাকে, প্রায় ৯ কোটির পান মশলার বিজ্ঞাপন ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান
প্রসন্নকুমারের প্রযোজনায় একটি ছবির নাম ‘জেনানা’। সেই ছবির পরিচালকের আসনে ছিলেন বর্ষালী চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, বিপুল পরিমান সম্পত্তির মালিক প্রসন্নবাবু, সেকথা আগেই বুঝতে পেরেছিলেন তিনি। কিন্তু কোনও রকম দুর্নীতির সঙ্গে প্রযোজকের সংযোগ থাকতে পারে, সেকথা ভাবতে পারেননি তিনি। আরও পড়ুন: ‘RRR’ থেকে রামচরণ এবং জুনিয়ার এনটিআর-এর লুক অনুপ্রেরণা, গণেশের মূর্তিগুলির ছবি
বর্ষালীর কথায়, প্রথম ছবি ‘জেনানা’র জন্য প্রযোজকের সন্ধানে ছিলেন তিনি। সেই সময় পরিচয় হয় প্রসন্নবাবুর সঙ্গে। প্রযোজকের গাড়ির ব্যবসার পাশাপাশি নিউটাউনে রাস্তার ধারে হোটেল ব্যবসাও ছিল। তবে তাঁর সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের যোগাযোগের কথা জানতেন না তিনি। জীবনের প্রথম প্রযোজক বিষয়ে এমন তথ্য শুনে পরিচালক বর্ষালী নিজেও হতাশ।
For all the latest entertainment News Click Here