Sriparna Roy: মুকুট থেকে ‘বাদ পড়লেন’ শ্রীপর্ণা? চর্চা তুঙ্গে! মুখ খুললেন নায়িকা
শ্রীপর্ণা রায়কে নিয়ে তোলপাড় টেলিপাড়া! সোশ্যাল মিডিয়াতেও কান পাতলেই শোনা যাচ্ছে না গুঞ্জন। নেপথ্যের কারণ? গত কয়েক দিন ধরেই ‘মুকুট’ সিরিয়ালে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। কানাঘুষো ‘মুকুট’ ধারাবাহিক ছেড়েছেন শ্রীপর্ণা, কেউ কেউ আবার বলছেন ‘বাদ পড়েছেন’ অভিনেত্রী। সেই নিয়েই আলোচনা-সমালোচনার শেষ নেই!
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। সিরিয়ালপ্রেমীদের কাছে ‘টুসু’ নামেই পরিচিত শ্রীপর্ণা। স্টার জলসার ‘আঁচল’ তাঁকে জনপ্রিয়তা দিলেও গত কয়েক বছর ধরে তিনি জি-কন্যা। ‘কড়ি খেলা’ শেষ হওয়ার পর জি বাংলার ‘মুকুট’ ধারাবাহিকে কামব্যাক করেন শ্রীপর্ণা তবে পার্শ্ব চরিত্রে। এর জেরেই চমকে গিয়েছিল অনেকে, হঠাৎ করে মুখ্য চরিত্র থেকে শ্রাবণীর ভুঁইয়ার পাশে সেকেন্ড লিড কেন হতে গেলেন শ্রীপর্ণা? বুঝে উঠতে পারেননি ফ্যানেরা। তবে ‘কড়িখেলা’ জুটিকে ফিরে পেয়ে হাসি ফুটেছিল তাঁদের মুখে। কিন্তু সে-সব এখন অতীত।
আরও পড়ুন-বাবার দ্বিতীয় বিয়ে দিচ্ছেন সুম্বুল! ‘শুধু মা নয়, বোনও ঘরে আসছে’, উত্তেজিত নায়িকা
সত্যি কি মুকুট ছেড়েছেন শ্রীপর্ণা? সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তিনি স্পষ্ট জানান, ‘আমি মুকুট ছাড়িনি, এখনও টিমের সঙ্গেই আছি’। তাহলে তিনি শ্যুটিং করছেন না কেন? ব্যক্তিগত সমস্য়া নাকি অন্যকিছু? সেই ব্যাপারে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দিতে চাননি শ্রীপর্ণা, তিনি জানান- ‘এই নিয়ে আমি এখনই কিছু বলতে পারব না’।
আরও পড়ুন-ঋতুস্রাবের সময় কেমন দশা হয় তাঁর? ভিডিয়ো দিয়ে মনের কথা বোঝালেন ‘মিঠাই’ সৌমিতৃষা
শ্রীপর্ণার ডেবিউ সিরিয়াল ‘আঁচল’-এর প্রযোজনা সংস্থা ছিল ‘ব্লুজ’, সেই পরিবারে এতযুগ পরে ফিরে কেন সমস্যায় পড়লেন অভিনেত্রী? টেলিপাড়া সূত্রে খবর, শ্যুটিং সেটে খাপ খাইয়ে তিনি সমস্যায় পড়ছিলেন শ্রীপর্ণা। যে আশা নিয়ে ব্লুজে ফিরেছিলেন অভিনেত্রী, তা পূরণ হয়নি। তারপর প্রযোজনা সংস্থার তরফে স্পষ্টভাবে কিছু না জানিয়েই হঠাৎ করেই শ্যুটিং থেকে ছুটি দেওয়া হয় শ্রীপর্ণাকে। কিন্তু আনুষ্ঠানিকভাবে নাকি এখনও ছেঁটে ফেলা হয়নি তাঁকে। শুরু থেকে এমনিতেই টিআরপি তালিকায় তলানিতে ‘মুকুট’। ‘অনুরাগের ছোঁয়া’র সামনে মুখ থুবড়ে পড়বার পর স্লট বদল করা হয়, তবে ‘হরগৌরী পাইস হোটেল’-এর সামনেও কোণঠাসা এই মেগা। তাই শ্রীপর্ণা ভক্তদের একাংশ বলছে, ‘মুকুট থেকে বেরিয়ে আসাই শ্রীপর্ণার জন্য মঙ্গলজনক’।
For all the latest entertainment News Click Here