SRH vs PBKS: ব্যর্থ ধাওয়ানের একক লড়াই, ত্রিপাঠীর ব্যাটে প্রথম জয় হায়দরাবাদের
Updated: 09 Apr 2023, 06:39 PM IST
Abhisake Koley
Sunrisers Hyderabad vs Punjab Kings IPL 2023 Live Score: শিখর ধাওয়ানের একক লড়াইয়ে ভর করে পঞ্জাব কিংস ছোটখাটো লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় হায়দরাবাদের সামনে। রাহুল ত্রিপাঠীর হাফ-সেঞ্চুরির সুবাদে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স।
প্রথমে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে। পরে অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে পরাজিত হয় তারা। সুতরাং, ঘরে-বাইরে জোড়া হার দিয়ে আইপিএল ২০২৩ এভিযান শুরু করে সানরাইজার্স। এবার নতুন মরশুমের দ্বিতীয় হোম ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস। শিখর ধাওয়ানরা প্রথমে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেন। পরে অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সুতরাং, জোড়া জয় দিয়ে এবছর আইপিএল অভিযান শুরু করে পঞ্জাব। তবে উপ্পলের মুখোমুখি লড়াইয়ে সানরাইজার্স হারিয়ে দেয় পঞ্জাবকে।
ম্যাচের সেরা ধাওয়ান
দল ম্যাচ হারলেও একার কাঁধে পঞ্জাবকে টেনে নিয়ে যাওয়ার স্বীকৃতি মেলে শিখর ধাওয়ানের। ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৬ বলে অপরাজিত ৯৯ রানের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গব্বর।
৮ উইকেটে জয় হায়দরাবাদের
পঞ্জাব কিংসের ৯ উইকেটে ১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ১৭.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। রাহুল ত্রিপাঠী ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন এডেন মার্করাম। চলতি মরশুমে হায়দরাবাদের এটি প্রথম জয়। অন্যদিকে আইপিএল ২০২৩-তে প্রথম ম্যাচ হারে পঞ্জাব।
জিততে ৩ রান দরকার হায়দরাবাদের
১৭ তম ওভারে এলিসের বলে ৪টি চার মারেন মার্করাম। ওভারে ১৭ রান ওঠে। ১৭ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ১৪১ রান। জিততে শেষ ৩ ওভারে ৩ রান দরকার সানরাইজার্সের। মার্করাম ৩৭ ও ত্রিপাঠী ৭০ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন এলিস।
জিততে ২০ রান দরকার হায়দরাবাদের
১৬ ওভার শেষে হাদরাবাদের স্কোর ২ উইকেটে ১২৪ রান। জিততে শেষ ৪ ওভারে ২০ রান দরকার সানরাইজার্সের। ত্রিপাঠী ৬৯ রানে ব্যাট করছেন। মার্করাম ২১ রানে অপরাজিত রয়েছেন। কারান ৩ ওভারে ১৪ রান খরচ করেছেন।
১০০ টপকাল হায়দরাবাদ
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। মোহিতের ওভারে ১টি চার মারেন মার্করাম। ২টি চার ও ১টি ছক্কা মারেন রাহুল ত্রিপাঠী। ওভরে ২১ রান ওঠে। ১৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ১১৮ রান। ত্রিপাঠী ৬৫ ও মার্করান ১৯ রানে ব্যাট করছেন।
অর্শদীপের ওভারে ৩ রান
১৪তম ওভারে অর্শদীপ সিং মাত্র ৩ রান খরচ করেন। ১৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৯৭ রান। ত্রিপাঠী ৫১ ও মার্করাম ১২ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি ত্রিপাঠীর
৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল ত্রিপাঠী। ১৩তম ওভারে মোহিত রথীর বলে ১টি ছক্কা মারেন রাহুল। ওভারে ৮ রান ওঠে। হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৯৪ রান। রাহুল ৫০ ও মার্করাম ১০ রানে ব্যাট করছেন।
এলিসের ওভারে ৮ রান
১২তম ওভারে ন্যাথন এলিসের বলে ১টি চার মারেন এডেন মার্করাম। ওভারে ৮ রান ওঠে। ১২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৮৬ রান। ত্রিপাঠী ৪৩ ও মার্করাম ৯ রানে ব্যাট করছেন।
চাহারের ওভারে জোড়া বাউন্ডারি ত্রিপাঠীর
১১তম ওভারে রাহুল চাহারের বলে জোড়া বাউন্ডারি মারেন রাহুল ত্রিপাঠী। ওভারে ১১ রান ওঠে। হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৭৮ রান। রাহুল ৪১ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ব্যাট চালাচ্ছেন ত্রিপাঠী
দশম ওভারে হরপ্রীত ব্রারের বলে ৩টি চার মারেন রাহুল ত্রিপাঠী। ওভারে ১৩ রান ওঠে। ১০ ওভার শেষে হাদরাবাদের স্কোর ২ উইকেটে ৬৭ রান। ত্রিপাঠী ৩১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ১০ ওভারে সানরাইজার্সের দরকার ৭৭ রান।
মায়াঙ্ক আগরওয়াল আউট
৮.৩ ওভারে রাহুল চাহারের বলে স্যাম কারানের হাতে ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ২০ বলে ২১ রানের ধীর ইনিংস খলে মাঠ ছাড়েন মায়াঙ্ক। তিনি ৩টি চার মারেন। হায়দরাবাদ ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। ওভারের শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন ত্রিপাঠী। ৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৫৪ রান। ত্রিপাঠী ১৯ রানে ব্যাট করছেন।
হরপ্রীতের ওভারে ৩ রান
অষ্টম ওভারে হরপ্রীত ব্রারের বলে মাত্র ৩ রান সংগ্রহ করে হায়দরাবাদ। তাদের স্কোর ১ উইকেটে ৪৩ রান। মায়াঙ্ক ২০ ও ত্রিপাঠী ১০ রানে ব্যাট করছেন।
চাহারের বলে ছক্কা হাঁকালেন ত্রিপাঠী
সপ্তম ওভারে বল করতে আসেন রাহুল চাহার। তাঁর বলে ১টি চার মারেন রাহুল ত্রিপাঠী। ৭ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৪০ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে স্যাম কারান ৪ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৩৪ রান। মায়াঙ্ক আগরওয়াল ১৬ বলে ১৮ রান করেছেন। ৬ বলে ৩ রান করেছেন রাহুল ত্রিপাঠী।
মায়াঙ্কের ক্যাচ ছাড়লেন জিতেশ
৪.৩ ওভারে ন্যাথন এলিসের বলে মায়াঙ্ক আগরওয়ালের ক্যাচ ছাড়েন উইকেটকিপার জিতেশ শর্মা। ৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৩০ রান। মায়াঙ্ক ১৫ রানে ব্যাট করছেন।
হ্যারি ব্রুক আউট
৩.৫ ওভারে অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক। ১৪ বলে ১৩ রান করেন তিনি। মারেন ৩টি চার। হায়দরাবাদ ২৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী।
হরপ্রীতের ওভারে ৬ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন হরপ্রীত ব্রার। তাঁর বলে ১টি চার মারেন মায়াঙ্ক। ৩ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১৯ রান। আগরওয়াল ১৪ রানে ব্যাট করছেন।
অর্শদীপের ওভারে জোড়া বাউন্ডারি আগরওয়ালের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তাঁর ওভারে জোড়া বাউন্ডারি মারেন মায়াঙ্ক আগরওয়াল। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ১৩ রান।
ব্রুকের বাউন্ডারিতে রান তাড়া শুরু হায়দরাবাদের
মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন হ্যারি ব্রুক। বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন ব্রুক। প্রথম ওভারে ৪ রান ওঠে।
শতরান হাতছাড়া ধাওয়ানের, লড়াইয়ের রসদ পঞ্জাবের
শেষ ওভারে টি নটরাজনের বলে ১টি ছক্কা মারেন শিখর ধাওয়ান। ২০ ওভারে পঞ্জাব কিংস সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৩ রান। ধাওয়ান ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ১ রান করেন মোহিত রথী। নটরাজন ৪ ওভারে ৪০ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ১৪৪ রান।
ভুবির ওভারে জোড়া বাউন্ডারি ধাওয়ানের
১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। ১৯ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৯ উইকেটে ১৩৫ রান। ধাওয়ান ৯১ রানে ব্যাট করছেন। ভুবনেশ্বর ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ব্যাট চালাচ্ছেন ধাওয়ান
১৮তম ওভারে উমরান মালিকের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে ১৭ রান ওঠে। পঞ্জাব কিংসের স্কোর ৯ উইকেটে ১২৬ রান। ধাওয়ান ৮২ রানে ব্যাট করছেন। উমরান ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
ধাওয়ানের ক্যাচ ছাড়েন ভুবি
১৬.৩ ওভারে নিজের বলেই ধাওয়ানের ক্যাচ ছাড়েন ভুবনেশ্বর কুমার। ওভারে ১টি চার মারেন শিখর। ১৭ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৯ উইকেটে ১০৯ রান। ধাওয়ান ৬৫ রানে ব্যাট করছেন। ভুবনেশ্বর ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি ধাওয়ানের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ১৬তম ওভারে টি নটরাজনের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে দলের স্কোর তিন অঙ্কে পৌঁছে দেন গব্বর। ওভারে মোট ১৩ রান ওঠে। পঞ্জাবের স্কোর ৯ উইকেটে ১০১ রান। ধাওয়ান ৬০ রানে ব্যাট করছেন। নটরাজন ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
ন্যাথন এলিস আউট
১৪.৬ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ন্যাথন এলিস। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পঞ্জাব ৮৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোহিত রথী। মায়াঙ্ক ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ধাওয়ান ৪৭ রানে ব্যাট করছেন।
উমরানের ওভারে ৫ রান
টানা ৫ ওভারে ৫টি উইকেট খোয়ানোর পরে অবশেষে কোনও উইকেটহীন ওভার কাটাল পঞ্জাব। ১৪তম ওভারে উমরানের বলে ১টি চার মারেন ধাওয়ান। ওভারে ৫ রান ওঠে। ১৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৮ উইকেটে ৮৩ রান। ধাওয়ান ৪২ রানে ব্যাট করছেন। উমরান ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
রাহুল চাহার আউট
১২.৫ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রাহুল চাহার। ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পঞ্জাব ৭৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাথন এলিস। মায়াঙ্ক মার্কান্ডে ৩ ওভারে ১০ রানেকর বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
হরপ্রীত ব্রার আউট
১১.২ ওভারে উমরান মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হরপ্রীত ব্রার। ২ বলে ১ রান করেন তিনি। পঞ্জাব ৭৭ রান ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল চাহার। তিনি প্রথম বলেই আউট হতে পারতেন। তবে ক্যাচ ছাড়েন কিপার ক্লাসেন। ওভারে ১ রান ওঠে। উমরান ২ ওভারে ১০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
শাহরুখ খান আউট
১০.৪ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাহরুখ খান। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে মাঠ ছাড়তে হয় তাঁকে। ৩ বলে ৪ রান করেন শাহরুখ। পঞ্জাব ৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরপ্রীত ব্রার। ১১ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৬ উইকেটে ৭৬ রান।
সিকন্দর রাজা আউট
৯.৫ ওভারে উমরান মালিকের বলে আপাটকার শট খেলেন সিকন্দর রাজা। থার্ডম্যান বাউন্ডারিতে বল জমা পড়ে মায়াঙ্ক আগরওয়ালের হাতে। ৬ বলে ৫ রান করেন সিকন্দর। পঞ্জাব ৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহরুখ খান। তিনি মাঠে নেমেই চার মারেন। ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ৭৩ রান। ধাওয়ান ৩৩ রানে ব্যাট করছেন।
স্যাম কারান আউট
৮.৫ ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়েন স্যাম কারান। ১৫ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ৬৩ রানে ৪ উইকেট হারায় পঞ্জাব। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা। তিনি প্রভসিমরন সিংয়ের পরিবর্তে মাঠে নামেন। ৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ৬৪ রান। ধাওয়ান ৩৩ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল পঞ্জাব
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় পঞ্জাব কিংস। টি নটরাজনের ওভারে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৫৮ রান। ধাওয়ান ৩২ রানে ব্যাট করছেন।
ওয়াশিংটনের ওভারে ৬ রান
সপ্তম ওভারে ওয়াশিংটন সুন্দরের ওভারে ১টি চার মারেন স্যাম কারান। ওভারে ৬ রান ওঠে। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৪৭ রান। ১৭ রান করেছেন কারান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন মারকো জানসেন। প্রথম বলেই ছক্কা মারেন কারান। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ওভারে ১১ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৪১ রান। ১৬ বলে ২১ রান করেছেন ধাওয়ান। ৭ বলে ১২ রান করেছেন কারান। জানসেন ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
নটরাজনের ওভারে ৮ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন টি নটরাজনের। তাঁর বলে ১টি চার মারেন ধাওয়ান। ওভারে মোট ৮ রান ওঠে। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৩০ রান। ধাওয়ান ২১ রানে ব্যাট করছেন।
জিতেশ শর্মা আউট
৩.৫ ওভারে মারকো জানসেনের বলে মার্করামের হাতে ধরা পড়েন জিতেশ শর্মা। ৯ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। পঞ্জাব ২২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। জানসেন ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
ভুবির বলে জোড়া বাউন্ডারি গব্বরের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। তাঁর বলে ২টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ২২ রান। ধাওয়ান ১৪ রানে ব্যাট করছেন।
ম্যাথিউ শর্ট আউট
১.২ ওভারে মারকো জানসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ম্যাথিউ শর্ট। ৩ বলে ১ রান করেন তিনি। পঞ্জাব ১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। তাঁকে প্রথম বলেই এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জিতেশ। ওভারের চতুর্থ বলে চার মারেন জিতেশ। ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ১৪ রান।
প্রথম বলেই উইকেট ভুবনেশ্বরের
প্রভসিমরন সিংকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের প্রথম বলেই প্রভসিমরনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান ভুবি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন প্রভসিমরন। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে পঞ্জাব। ব্যাট করতে নামেন ম্য়াথিউ শর্ট। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। প্রথম ওভারে ৯ রান ওঠে।
পঞ্জাবের প্রথম একাদশ
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, ন্যাথন এলিস, মোহিত রথী ও অর্শদীপ সিং।
হায়দরাবাদের প্রথম একাদশ
মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম (ক্যাপ্টেন), এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিটন সুন্দর, মারকো জানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও টি নটরাজন।
টস জিতল হায়দরাবাদ
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে এডেন মার্করাম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে সানরাইজার্স। গত ম্যাচে ধাওয়ানের শটে নন-স্ট্রাইকে থাকার সময় চোট পান ভানুকা রাজাপক্ষে। তিনি এখনও ফিট হননি। তাই হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে পারলেন না ভানুকা।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে হায়দরাবাদ
এখনও পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস মোট ২০টি ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে। হায়দরাবাদ জিতেছে ১৩টি ম্যাচ। পঞ্জাব জিতেছে ৭টি ম্যাচ।
জয়ের হ্যাটট্রিকে চোখ ধাওয়ানদের
পঞ্জাব কিংস প্রথমে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়। পরে অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এবার সানরাইজার্সকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া শিখর ধাওয়ানরা।
For all the latest Sports News Click Here