SRH vs MI Live: প্লে-অফের দৌড়ে টিকে থাকতে টস জিতে ব্যাটিং নিতেই হবে মুম্বইকে
আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের কাছে এটা নিছকই নিয়মরক্ষার লড়াই। তবে মুম্বইয়ের কাছে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
প্রথম লেগের ফলাফল
আইপিএল ২০২১-এর প্রথম লেগে মুম্বই ইন্ডিয়ান্স ১৩ রানে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথমে ব্যাট করে মুম্বই ৫ উইকেটে ১৫০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৩৭ রানে অল-আউট হয়ে যায়।
মুম্বইয়ের টিকে থাকার অঙ্ক
শেষ ম্যাচে মুম্বই জিতলে নেট রান-রেটের অঙ্কে প্লে-অফের চতুর্থ দল নির্ধারিত হবে। সেক্ষেত্রে কলকাতার নেট রান-রেট টপকাতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করে অন্তত ২০০ রান তুলতেই হবে এবং সেই সঙ্গে ১৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিততে হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও আইপিএলের মতো টুর্নামেন্টে এমন একপেশেভাবে ম্যাচ জেতা কার্যত অসম্ভব। তবু খাতায়-কলমে মুম্বই প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে বলতেই হয়।
তবে মুম্বই ইন্ডিয়ান্স যদি পরে ব্যাট করে, তবে হায়দরাবাদের ঝুলিয়ে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নিয়ে কলকাতার নেট রান-রেটকে টপকানো সম্ভব হবে না রোহিতদের পক্ষে। সুতরাং মুম্বই পরে ব্যাট করলে তাদের প্লে-অফে যাওয়ার আর কোনও সম্ভাবনাই থাকবে না।
For all the latest Sports News Click Here