SRH vs LSG: ভয়ানক ঘটনা হায়দরাবাদে, লখনউয়ের ডাগ-আউটে ছোঁড়া হল নাট-বোল্ট- রিপোর্ট
ভয়ানক ঘটনা হায়দরাবাদের গ্যালারিতে। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে লখনউ সুপার জায়ান্টের উপর রাগ উগরে দেন সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা। যদিও লখনউয়ের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের এক্ষেত্রে কোনও দোষই ছিল না।
উপ্পলে আইপিএল ২০২৩-এর ৫৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স। প্রথম ইনিংসের ১৮.৩ ওভারে হায়দরাবাদের ব্যাটসম্যান আব্দুল সামাদকে হাই ফুলটস বল করেন লখনউয়ের পেসার আবেশ খান। ফিল্ড আম্পায়ার নো-বল ডাকেন। তবে লখনউ সুপার জায়ান্টস রিভিউয়ের আবেদন জানায়।
টেলিভিশন রি-প্লে দেখে অনেকেরই মনে হয় যে, সেটি যথার্থই নো-বল ছিল। তবে তৃতীয় আম্পায়ার নো-বলের সিন্ধান্ত নাকচ করে সেটিকে ফেয়ার ডেলিভারি বলে ঘোষণা করেন। ফলে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করায় সেই বলে শুধু মাত্র ১ রান পায় সানরাইজার্স। ব্যাটসম্যান সামাদ মাথা নেড়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে স্ট্রাইকার প্রান্তে যাওয়া ক্লাসেন স্কোয়ার-লেগ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন।
নো-বলের সিদ্ধান্ত বদলে যাওয়ার পরেই হায়দরাবাদের গ্যালারিতে উত্তেজনা তৈরি হয়। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লখনউ শিবিরের উপরে রাগ উগরে দেন দর্শকরা। দর্শকরা লখনউয়ের ডাগ-আউট লক্ষ্য করে কিছু ছোঁড়েন। অসমর্থিত সূত্রের খবর, লখনউয়ের ডাগ-আউটে নাট-বোল্ট ছোঁড়া হয়।
For all the latest Sports News Click Here