SRH ম্যাচের মুম্বই হল আসল MI, বিদায়ী ভাষণে সকলের মন জিতলেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে
একেই বলে তিরে এসে তরী ডোবা। আইপিএল-এর প্লে অফের কাছে পৌঁছেও দরজার সামনে থেকে ফিরতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। রান রেটের কারণে তাদের ২০২১ আইপিএল-এর যাত্রা লিগ ম্যাচেই থেমে গিয়েছে। কারণ তারাও কলকাতা নাইট রাইডার্সের মতো ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু রান রেটের কারণে টেবিলের পঞ্চম হতে হয়েছে মুম্বইকে। আসলে ২০২১ আইপিএল-এর প্রথম পর্বে ভালো খেললেও, দ্বিতীয় পর্বে এসে কিছুটা নিজের ছন্দ হারিয়ে ফেলেছিল মুম্বই। সেই কারণেই এমন ফলের সম্মুখীন হতে হয়েছিল সূর্যকুমার যাদবদের। এই কথাটাই স্বীকার করে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে।
সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের পরে দলের সঙ্গে টিম মিটিং করতে গিয়ে এই কথাটাই তুলে ধরেলন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘সেখানে যেমন মুম্বই ছিল, সেটাই তো আমরা। ঠিক এই রকম মনোভাব নিয়ে এমন স্বাধীনতার নিয়ে খেলি। আমরা গোটা মরশুমে এটা ধারাবাহিকভাবে দেখাতে পারিনি। কিন্তু এটাই হল এই টুর্নামেন্ট। আপনি যদি সত্যিই সেই লক্ষ্যে না পৌঁছাতে পারেন তাহলে অন্যান্য দলগুলি সেই সুবিধা নিয়ে নেবে।’
সকলের প্রচেষ্টা নিয়ে বলতে গিয়ে মাহেলা জয়বর্ধনে বলেন, ‘সকলেই যে চেষ্টা করেছে তা নিয়ে আমি কখনই সন্দেহ করতে পারি না। প্রশিক্ষণ, জিম এবং কঠোর পরিশ্রমের জন্য দিনরাত এক করেছে। শর্তগুলি সহজ ছিল না। সবাই একটি শিফটে রেখেছে, কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। মার্জিন এত ছোট যে আমরা নেট রান রেটে বেরিয়ে গেছি।’
শেষে সককে ধন্যবাদ জানান মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘আমরা অনেক সাফল্য পেয়েছি; আমরা একে অপরের সঙ্গ উপভোগ করেছি। ভালো সময়, খারাপ সময়; আমরা একসঙ্গে যে ছিলাম। সুতরাং, এটা সত্যিই আশ্চর্যজনক ছিল। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সকলকে শুভ কামনা জানাই।’
For all the latest Sports News Click Here