Sreelekha Mitra: শীতের দুপুরে ‘একলা’ শ্রীলেখা! কলা হাতে দিলেন জরুরি বার্তা
আলোচনার কেন্দ্রবিন্দুতে কেমনভাবে থাকতে হয় তা ভালোভাবেই জানেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মজার মজার পোস্ট করে চমকে দেন নেট-নাগরিকদের। আর তা নিয়েই তারপর হয় যত আলোচনা। পঞ্চাশের গণ্ডি পার করা এই টলি অভিনেত্রী কখনও ব্রা টাইট হয়েছে বলে সোজা হৃতিকের কাছে নালিশ ঠুকে দেন তো কখনও রাজ্য সরকারকে একহাত নেন।
তবে আচমকা কি বডড ‘একলা’ লাগছে শ্রীলেখার? মনের কথা বলার মতো একটা মানুষ কি দরকার? শহরের পারদ নামছে একটু একটু করে। শীতের দুপুরে রোম্যান্টিক পরিবেশে মুখ বেজার শ্রীলেখার। পরনে লাল রঙা টি-শার্ট। ঘামেসিক্ত সারা শরীর। বোঝাই যাচ্ছে জিম করে উঠেছেন সবেমাত্র। নো-মেক আপ লুকে স্পষ্ট মুখের দাগ। আর ছবির হাইলাইট অভিনেত্রীর হাতের একটি কলা। ব্যাকগ্রাউন্জে বাজছে ‘কয়ামত সে কয়ামত তক’-এর জনপ্রিয় গান, ‘অকেলে হ্যায় তো ক্যয়া গম হ্যায়’! সারাদিন হইচই করতে ভালোবাসেন শ্রীলেখা, না হলে মেতে থাকেন চারপেয়ে সন্তানদের নিয়ে। তাহলে কি সত্যি সঙ্গীহীন শ্রীলেখা?
এই পোস্টের সঙ্গে অবশ্য সতর্কবার্তা জুড়ে দিয়েছেন অভিনেত্রী। এই পোস্টের যেন দু-রকম মানে না খোঁজা হয়। ক্যাপশনে শ্রীলেখা লেখেন- ‘দু’রকম মানে করিনি এই পোস্টটি করে। সুস্থ মস্তিষ্ক পেতে রোজ কলা খান। লৌহ-নারী/পুরুষ তৈরি হন।’ শ্রীলেখার এই ‘দুষ্টুমি’ ভরা পোস্ট দেখে অন্য কারুর মাথায় দুষ্টুবুদ্ধি আসুক সেটা চান না অভিনেত্রী।
শ্রীলেখার এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। পরিচালক অনীক দত্ত লেখেন, ‘PG… প্রশ্ন: কলা কেন একাকী? উত্তর: কারণ সেটা এটি কলা (অকেলা- A Kela)। তবে নোংরা চিন্তা-ভাবনা যাঁদের তাঁরা এই পোস্টটা অন্যভাবে দেখবে’।পরিচালক পরামিতা মুন্সীও শ্রীলেখার ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করেছেন। এক নেটিজেন লেখেন, ‘সব ক্যালশিয়াম তো ছবির ক্যাপশনেই রয়েছে’। কেউ কেউ ছবি নিয়ে ট্রোলও করছেন বটে, তবে শ্রীলেখার সাফ কথা ‘এই ছবি মুছব না’।
আপতত অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। তাঁর পরিচালিত ‘এবং ছাদ’ শর্ট ফিল্মটি প্রশংসা কুড়িয়েছে। এর আগে ‘বিটার হাফ’ নামের একটি ছবিও তৈরি করেছেন শ্রীলেখা। সদ্য আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে শ্রীলেখা অভিনীত ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন কলকাতা’ ছবিটিও। অভিনয়ের গণ্ডিতে এখন আর নিজেকে আটকে রাখতে চান না অভিনেত্রী, মন খুলে তাই লেখালেখি চালাচ্ছেন।
For all the latest entertainment News Click Here