Sports News LIVE: T20-তে ‘বিরাটও ওপেন করবেন’, জানালেন রোহিত, আস্থা রাহুলেও
Sports News Live Updates: আজ ডুরান্ড কাপ ফাইনাল হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। তারইমধ্যে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে নামছেন ঝুলন গোস্বামীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ক্রমশ উন্মাদনা বাড়ছে। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল লিগও আছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস-সহ যাবতীয় খবরের টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
T20-তে ‘বিরাটও ওপেন করবেন’, জানালেন রোহিত
রোহিত শর্মা: হাতে এরকম একটা সুযোগ থাকা সবসময় ভালো থাকবে। বিশ্বকাপের আগে সেই নমনীয়তা থাকতে হবে। সবসময় আপনি চাইবেন, যে কোনও জায়গায় ব্যাটাররা যেন ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিরাট কোহলি আমাদের তৃতীয় ওপেনার। নতুন কোনও কিছু চেষ্টা করলে সেটা যে সমস্যার হবে, তা মোটেও নয়। আমাদের সব খেলোয়াড়দের প্রতিভা জানি এবং তারা কীভাবে দলকে সাহায্য করতে পারে, তাও জানা আমাদের। তবে হ্যাঁ, ওই বিকল্পটা আমাদের হাতে আছে (বিরাট কোহলিকে ওপেনিংয়ে নামানো)। আমরা সেটা সবসময় মাথায় রাখব। যেহেতু আমরা কোনও তৃতীয় ওপেনার নির্বাচন করিনি এবং ও আইপিএলে ওপেন করেছে, তাই ওপেনিংয়ে নিশ্চিতভাবে ও একটা বিকল্প। বিরাট কোহলি আমাদের তৃতীয় ওপেনার। ও কয়েকটি ম্যাচে ওপেন করবে।
টপ অর্ডারে রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ: রোহিত
রোহিত শর্মা: ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন কেএল রাহুল। ও দুর্দান্ত খেলোয়াড়। টপ-অর্ডারে ওর উপস্থিতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
For all the latest Sports News Click Here