Sports News Live: টি-২০ বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে আফগানরা
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে আফগানিস্তান। অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই চালাবে ইংল্যান্ড। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা খেলতে নামবে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে। মুস্তাক আলির শেষ আটের লড়াইয়ে মাঠে নামবেন পৃথ্বী শ-রাও। সিনিয়র ওমেনস টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলিও অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
সিনিয়র ওমেনস টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালের সূচি
১. রেলওয়েজ বনাম মধ্যপ্রদেশ।
২. রাজস্থান বনাম বাংলা।
৩. অন্ধ্র বনাম হিমাচলপ্রদেশ।
৪. বিদর্ভ বনাম মহারাষ্ট্র।
মুস্তাক আলিক কোয়ার্টার ফাইনালের সূচি
১. কর্ণাটক বনাম পঞ্জাব।
২. দিল্লি বনাম বিদর্ভ।
৩. বাংলা বনাম হিমাচলপ্রদেশ।
৪. মুম্বই বনাম সৌরাষ্ট্র।
টি-২০ বিশ্বকাপে আজ কাদের লড়াই
সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তান মাঠে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আফগানিস্তান ৩ ম্যাচের ১টিতে হেরেছে এবং তাদের ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচের ১টিতে জিতেছে এবং হেরেছে ২টি ম্যাচ।
দিনের অপর ম্যাচে সম্মুখসমরে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংল্যান্ড ৩ ম্যাচে ১টি জিতেছে, ১টি হেরেছে এবং তাদের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ড ৩ ম্যাচের ২টিতে জয় তুলে নিয়েছে এবং তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।
For all the latest Sports News Click Here