Sports LIVE: মানকাডিংয়ের পক্ষে নন, T20 বিশ্বকাপের আগে জানালেন অধিনায়করা
Daily Sports News Updates: টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষমুহূর্তের মহড়া চলছে। আজ সব দলের অধিনায়কদের সাংবাদিক বৈঠক আছে। তারইমধ্যে আজ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হরমনপ্রীত কৌরের ভারত। আবার আইএসএলে মুম্বই সিটি এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচ আছে। চলছে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও। শনিবার ক্রিকেট, ফুটবল-সহ খেলাধুলো সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
এবারের T20 বিশ্বকাপের গুরুত্ব নিয়ে রোহিত শর্মা কী বললেন?
ভারতের অধিনায়ক রোহিত শর্মা: ‘আমরা সবাই নিজেদের মতো (খেলার) ব্র্যান্ড অ্যাম্বাসাডর। দৃষ্টান্ত তৈরি করে দলকে নেতৃত্ব প্রদান করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষত শিশুদের কাছে সেই দৃষ্টান্ত তৈরি করতে চাই। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ক্রিকেট খেলে, সেটাই আমরা চাই। আমরা সবাই তাদেরকে ক্রিকেট খেলার জন্য উৎসাহ জোগাচ্ছি। এটাই আমরা চাই। ক্রিকেট খেলাটা যতটা সম্ভব বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমরা।’
T20-তে ওপেনারদের ঝুঁকি থাকেই, ফর্ম নিয়ে সাফাই অজি অধিনায়কের
নিজের ফর্ম নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ: টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনার হলে সবসময় বিপদের ঝুঁকি আছে। আবার দারুণ কিছু পাওয়ারও সুযোগ থাকে। সবসময় পুরো বিষয়টি নির্দিষ্ট পরিকল্পনামাফিক এগিয়ে যায় না। সেটায় আমি সন্তুষ্ট। আমি কয়েকটি টেকনিকাল পরিবর্তন করার চেষ্টা করেছি। তা নিয়ে আমি খুশি। নিজেকে তৈরি মনে হচ্ছে।
এবার অপেক্ষা রোহিত-বাবরদের জন্য
T20 World Cup 2022 Press Conference Live Updates: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৬ টি দলের অধিনায়কের যৌথ সাংবাদিক বৈঠক দুটি ভাগে বিভক্ত আছে। প্রথম ভাগে ছিলেন আটজন অধিনায়ক। দ্বিতীয় দফায় আছেন বাকি আটজন। দ্বিতীয় দফায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমরা আছেন।
মানকাডিংয়ের পক্ষে নন, T20 বিশ্বকাপের আগে জানালেন অধিনায়করা
T20 World Cup 2022 Live Updates: মানকাডিংয়ের (আইনি ভাষায় এখন নন-স্ট্রাইকার এন্ডে রান আউট) পক্ষে হাত তুললেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও অধিনায়ক।
আজ কী কী খেলা আছে?
Daily Sports News Updates: টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষমুহূর্তের মহড়া চলছে। আজ সব দলের অধিনায়কদের সাংবাদিক বৈঠক আছে। তারইমধ্যে আজ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হরমনপ্রীত কৌরের ভারত। আবার আইএসএলে মুম্বই সিটি এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচ আছে। চলছে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও।
For all the latest Sports News Click Here