Sonu Nigam: ৫০-এ পা সোনুর, বাংলার জামাইয়ের যে গানগুলো চোখে জল আনবেই! রইল তালিকা
তাঁর ভক্ত সংখ্যা অগুণতি। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে অনুভূতির অপর নাম সোনু নিগম। তাঁর গানে মিশে রয়েছে রোম্যান্স, দুঃখ-যন্ত্রণা। বাংলার জামাই সোনু নিগমের জন্ম ১৯৭৩-র সালের ৩০শে জুলাই, আজ জীবনের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন সোনু।
মিউজিক্যাল কেরিয়ারেও তিন দশক ছুঁয়ে ফেলেছে সোনু, ১৯৯৩ সাল থেকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি। সব মুডের গান তিনি গেয়েছেন, রোম্যান্টিক, ডান্স নম্বার কিংবা স্যাড সং, সব জঁরের গান রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে প্রীতমের সুরে ‘রোলেঁ দে’ (Rolen De) গেয়েছেন সোনু। যা শুনে চোখের কোণ চিকচিক করেছে অনেকের। তবে এই প্রথম নয়, এর আগে সোনুর অনেক গান কাঁদিয়ে ছেড়েছে কাশ্মীর টু কন্যাকুমারীকে।
কাল হো না হো (টাইটেল ট্র্যাক)
সেই অর্থে দুঃখের গান না হলেও সোনুর কেরিয়ারের অন্যতম চর্চিত গান শাহরুখ খানের ‘কাল হো না হো’ ছবির টাইটেল ট্র্যাক। শঙ্কর-এয়সান-লয়ের কম্পোজ করা এই জীবনমুখী গান শুনলেই মন কেমন করে ওঠে। সোনুর কথায়, এই গান তাঁর জীবন দর্শন বদলে দিয়েছিল।
তনহাই- দিল চাহতা হ্যায়
আমির খানের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘দিল চাহতা হ্য়ায়’-এর এই গান লিখেছিলেন জাভেদ আখতার, কম্পোজিশনের দায়িত্বে শঙ্কর-এয়সান-লয়। পরিচালক ফারহান আখতারের কেরিয়ারের প্রথম ছবির সবচেয়ে চর্চিত গান এটি। আপামর শ্রোতাকে কাঁদিয়ে ছেড়েছে এই গান। প্রেমিক হৃদয়ের আর্তনাদ রয়েছে এই গান জুড়ে।
দো পল (বীর জারা)
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকের সঙ্গে সোনুর এই ডুয়েট শুনলে চোখ ভেজে না এমন মানুষ হাতেগোনা। স্বর্গীয় মদন মোহনের কম্পোজ করা এই গানেরও কথা লিখেছেন জাভেদ আখতার। বীর-জারার চিরন্তন প্রেমের আখ্যান উঠে এসেছে যশ চোপড়ার এই ছবিতে। আর ‘দো পল’ গানে ধরা রয়েছে তাঁদের বিচ্ছেদ যন্ত্রণা।
জানে নেহি দেঙ্গে তুঝে- থ্রি ইডিয়টস
শান্তনু মৈত্রর সুরে সাজানো সদানন্দ কিরকিরের লেখা অন্যতম হিট গান ‘জানে নেহি দেঙ্গে তুঝে’। রাজুর আত্মহত্যার প্রচেষ্টার পর ছবির পরবর্তী দৃশ্যপট জুড়ে রয়েছে এই গান। যেখানে রাঞ্চো আর ফারহান বদ্ধপরিকর যে কোনও মূল্যে মৃত্যুমুখ থেকে তাঁদের বন্ধুকে ফিরিয়ে আনতে। সোনুর সোলফুল আওয়াজ এই গানে আলাদা মাত্রা যোগ করে।
আভি মুঝমে কহি- অগ্নিপথ
অজয়-অতুল জুটির কম্পোজিশনে সাজানো ‘আভি মুঝমে কহি’ সোনুর কেরিয়ারের অন্যতম মাইলফলক। হৃতিক-প্রিয়াঙ্কার ‘অগ্নিপথ’ ছবির এই গান এটি। জন্মের পরেই বিজয় দীননাথ চৌহান (হৃতিক অভিনীত চরিত্র)-আলাদা হয়েছিল তাঁর বোনের কাছ থেকে, দীর্ঘ সময় পর বোনকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি সে। সেই মুহূর্তেই বেজে ওঠে এই আবেগঘন গান।
For all the latest entertainment News Click Here