Sidharth-Kiara: মুম্বই থেকে জয়সলমেরের পথে, এ কেমন পোশাকে বিয়ে করতে চলল কিয়ারা!
৬ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা আডবানি আর সিদ্ধার্থ মলহোত্রা। মুম্বইতে নয়, রাজকীয় কায়দায় রাজস্থানে বসছে বিবাহবাসর। নিক-প্রিয়াঙ্কা, ক্যাটরিনা-ভিকিদের মতো তাঁরাও বেছে নিয়েছেন ইতিহাস ও কেল্লা সমৃদ্ধ এই জায়গাকে। বিয়ে নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। তবে শুক্রবার সকালে জয়সলমের যাওয়ার পথে মিডিয়াকে লক্ষ্য করে হাত নাড়তে দেখা গেল কিয়ারাকে। সঙ্গে ছিল পরিবার। মুম্বইয়ের এক বেসরকারি এয়ারপোর্ট থেকে চার্টাড বিমানে চড়ে রওয়ানা দেন তাঁরা।
এদিন সাদা রঙের একটি কো-অর্ড সেট পরেছিলেন অভিনেত্রী। গায়ে জড়িয়েছিলেন গোলাপি ওড়না। খোলা চুলে একেবারে ক্যাজুয়াল লুকেই দেখা মিলল আইবুড়ো কিয়ারার।
খবর জয়সলমেরের রাজকীয় প্রাসাদ যা বর্তমানে বুটিক হোটেলে রূপান্তরিত হয়েছে তা ভাড়া করেছেন এই দুই তারকা। নাম সূর্যগড় প্রাসাদ। এই নিয়ে হবু দম্পতি মুখ না খুললেও ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডি-ডে সম্পর্কে বিশদে ভাগ করে নেওয়া একটি পাপারাজ্জো পোস্টে প্রতিক্রিয়া জানানো হয়েছে সূর্যগড় প্রাসাদের পক্ষ থেকে।
অতিথি তালিকায় রয়েছে ১০০-র কাছাকাছি নাম। গোটা সূর্যগড় প্রাসাদটাই বুক করা হয়েছে তিন দিনের জন্য। যেখানে প্রি-ওয়েডিং মেহেন্দি, হলদি, সংগীতও হবে। হাই প্রোফাইল অতিথিদের কথা মাথায় রেখে বুকিং করা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যার মধ্যে রয়েছে মার্সিডিজ, জাগুয়ার থেকে বিএমডব্লিউ-র মতো নাম।
অতিথি হিসেবে হাজির হতে পারেন কিয়ারার বেস্ট ফ্রেন্ড মুকেশ আম্বানি-কন্যা ইশা আম্বানি। এছাড়া সিড-কিয়ারার বিয়ের অংশ হতে রাজস্থানে আসতে পারেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত, করণ জোহর, বরুণ ধাওয়ানের মতে বলিউড তারকারা। খবর রয়েছে, বিয়ের পর সিদ্ধার্থের হোম টাউন দিল্লি ও মুম্বইতে দুটি রিসেপশনও দেবেন এই জুটি।
হাই প্রোফাইল অতিথি তালিকার কারণে নিরাপত্তাতেও থাকবে যথেষ্ট কড়াকড়ি। সাম্প্রতিক তথ্য অনুসারে, বলিউড কিং শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খানকে বিয়ের নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। আর এতে বোঝাই যাচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান ঘিরে নিরারত্তায় কোনও গাফিলতি চান না এই তারকা যুগল। প্রসঙ্গত ২০১৫-তেই শাহরুখ খানের নিরাপত্তারক্ষীর দায়িত্ব ছেড়ে নিজের সংস্থা খোলেন ইয়াসিন খান।
বিয়ের পাশাপাশি অতিথিদের মনোরঞ্জনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও খবর রয়েছে। থাকছে মরুভূমি ভ্রমণের ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ঘিরে থাকছে নানান খাবারের স্টল। অতিথিদের দেওয়া উপহারের মধ্যে একটি স্পা ভাউচারও অন্তর্ভুক্ত করা হয়েছে। থাকছে রাজস্থানের ঐতিহ্যবাহী পুতুল নাচের ব্যবস্থা। বিয়ের খাবারের মেনুতেও থাকছে রাজস্থানি ছোঁয়া, সঙ্গে অন্যান্য ভারতীয় ঐতিহ্যবাহী এবং কন্টিনেন্টাল খাবার তো রয়েইছে।
ইতিমধ্যেই সিদ্ধার্থ-কিয়ারার জন্য রাজস্থান উড়ে গিয়েছেন মেহেন্দি শিল্পী বীণা নাগড়া। খোলসা করে না বললেও তাঁর ইনস্টাস্টোরিতে এমনই ইঙ্গিত মিলেছে।
For all the latest entertainment News Click Here