Shah Rukh Khan On Rinku Singh: রিঙ্কুকে নিয়ে এটা কী লিখলেন শাহরুখ খান!
বর্তমান ক্রিকেটের অন্যতম তারকা হয়ে উঠেছেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার রিঙ্কু সিং। তাঁর এক ওভারে মারা পাঁচ ছক্কার স্বাদ এখনও ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেননি। নাইট তারকাকে নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। অনেকেই রিঙ্কুর ভক্ত হয়ে উঠেছেন। অনেকে তো আবার রিঙ্কু সিংকে ভারতীয় দলের জার্সিতেও দেখতে চান। শাহরুখ খানেরও প্রিয় পাত্র হয়ে উঠেছেন রিঙ্কু সিং।
এবার রিঙকুকে নিয়ে মজার মন্তব্য করলেন শাহরুখ খান। নিজের সোশ্যাল মিডিয়াতে রিঙ্কুকে নিয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছেন শাহরুখ খান। কিং খানের এই টুইট সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্য তৈরি করেছে। আসলে, রবিবার বলিউড তারকা শাহরুখ খান টুইটারে অনলাইনে ছিলেন এবং #AskSRK লিখে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতে চান। যেমন চাওয়া তেন কাজ করেছিলেন শাহরুখ খান। ভক্তদের সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সেই সময়ে এক ভক্ত শাহরুখ খানকে কেকেআর-এর রিঙ্কু সিংকে নিয়ে একটি প্রশ্ন ছুঁড়ে দেন। তার উত্তরে মজার জবাব দেন শাহরুখ খান।
প্রশ্ন উত্তর পর্বের সময়ে শাহরুখ খানের ভক্ত জিজ্ঞাসা করেন ‘বাচ্চা রিংকু সিং সম্পর্কে একটি কথায় উত্তর দিন।’ সেই প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, ‘রিঙ্কু সিং এখন বাবা হয়েগিয়েছে! সে এখন আর বাচ্চা নয়।’ বলিউডের বাদশার এই টুইটের পরে, শাহরুখ খান এবং রিঙ্কু সিংয়ের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। এই টুইট ঘিরে সকলেই বেশ মজা করছেন। মুহূর্তের মধ্যে এই টুইটটি ভাইরাল হয়ে যায়।
আইপিএলের ১৬ তম আসরে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স দেখে, কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানও নিজেকে থামাতে পারেননি এবং তিনি রিঙ্কুর ক্রিকেটের ভক্ত হয়ে গিয়েছিলেন। গুজরাটের সঙ্গে সেই ইনিংস দেখে শাহরুখ খান বলেছিলেন, রিঙ্কু যেদিন বিয়ে করবেন, সেদিন তিনি রিঙ্কুর বিয়েতে গিয়ে নাচবেন। এছাড়াও রিঙ্কুর পারফরমেন্সের পরে নিজের সোশ্যাল মিডিয়াতে বারবার নাইট তারকার ছবি পোস্ট করতেন।
For all the latest Sports News Click Here