Serial Update: ২ মাসেই বদলে গেল স্টার জলসার সিরিয়ালের সম্প্রচার সময়! অবাক ভক্তরা
বর্তমানে বাংলা টেলিভিশনের একমাত্র রূপকথার গল্প ‘বিক্রম বেতাল’। গত সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছিল এই সিরিয়ালের সম্প্রচার। তবে দেড় মাস যেতে না যেতেই বদলে দেওয়া হল বিক্রম বেতালের সম্প্রচার সময়, তাও কিছু না জানিয়েই! রূপকথার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন জয় মুখোপাধ্যায়,শুভাশিস মুখোপাধ্যায় ও অদ্রিজা রায়।
বিকাল পাঁচ-টার স্লটে এই ধারাবাহিকের টিআরপি খুব বেশি ছিল না, সেই কারণেই বিকালের স্লট থেকে সরিয়ে দেওয়া হল ‘বিক্রম বেতাল’। চলতি সপ্তাহের টিআরপি চার্টেও মাত্র ১.১ রেটিং পেয়েছে এই ধারাবাহিক। রূপকথার এই ধারাবাহিকের মূল টার্গেট অডিয়েন্স ছোটরা। সেইমতোই বিকালের স্লট থেকে সরিয়ে দুপুর ১১.৩০ টার স্লটে দেওয়া হয়েছে ‘বিক্রম বেতাল’। গত ১৮ই অক্টোবর থেকেই বদলে দেওয়া হয়েছে এই সিরিয়ালের প্রধান সম্প্রচারের সময়। অন্যদিকে বিকাল পাঁচটায় এখন নতুন ধারাবাহিক নয়, ‘অনুরাগের ছোঁয়া’র রিপিট টেলিকাস্ট করছে চ্যানেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই স্লটে আপতত প্রতিদ্বন্দ্বী চ্যানেলেও নতুন কোনও ধারাবাহিক নেই।
কিংবদন্তি বেতাল পঞ্চবিংশতি অবলম্বনে তৈরি এই রূপকথায় সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল গত ৫ই সেপ্টেম্বর। রাজা বিক্রম আর পেতপুরীর পিশাচ বেতালের রসায়ন দর্শকদের মন জয়ে এখনও সেভাবে সফল হয়নি। প্রসঙ্গত, সুরিন্দর ফিল্মসের এই শো-এর শ্যুটিং প্রায় দু-বছর আগেই হয়ে গিয়েছে। শুরুতে এটি সান বাংলায় সম্প্রচারিত হওয়ার কথা ছিল, তবে মাঝপথে আটকে যায় সেই প্রোজেক্ট। পরবর্তীতে স্টার জলসায় দেখানো হচ্ছে এটি। এই সিরিয়ালে দেখা মিলেছে প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-রও। জীবদ্দশায় ‘বিক্রম বেতাল’-এর বেশকিছু এপিসোডের শ্যুটিং করেছিলেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here