Serial Update: মিঠাই-সিডের কোলে বাচ্চা, মোদক পরিবারে নতুন সদস্য এল না কি?
দিনদিন যেন টিআরপি কমছে মিঠাই-এর। একসময় যে ধারাবাহিক টানা বেঙ্গল টপার হয়েছিল, এখন সে নেমে এসেছে পাঁচ নম্বরে। মোদক পরিবার যেন কিছুতেই আর মন কাড়তে পারছে না দর্শকদের। তাই তো সোশ্যাল মি়ডিয়ায় মিঠাই আর সিডের কোলে বাচ্চা দেখেই দর্শক মনে প্রশ্ন উঠল, কী কেস এটা?
এমনিতে ‘সিডাই’ ভক্তরা দাবি করছে এবার অন্তত মিঠাইকে প্রেগন্যান্ট দেখানো হোক। সকলেই চাইছে মোদক পরিবারে আসুক নতুন অতিথি। তাই তো বাচ্চা কোলে ছবি ভাইরাল হতেই চমকে গেল অনেকেই। যদিও এই ছবি ধারাবাহিকের শ্যুটে নয়। সম্ভবত কোনও ফ্যান মোমেন্ট। প্রায়ই সেটে দুই প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে আসে ভক্তরা। সেরকমই কারও বাচ্চার সঙ্গে হয়তো ছবিটা তোলা।
কমেন্ট সেকশনে ধারাবাহিকের লেখিকার কাছে ফের দাবি উঠতে থাকে খুদে সদস্যের। একজন লিখলেন, ‘কী কিউট! এই বাচ্চাটাই কি এদের বাচ্চা হয়ে আসবে নাকি! আমি চাইছিলাম এরকমই কিছু একটা হোক।’
এদিকে মাঝে শোনা গিয়েছিল পুজোর পরেই নাকি বন্ধ হয়ে যাবে মিঠাই। আসলে গল্পে আর নতুনত্ব আনতে পারছেন না নির্মাতারা। তাই এই সিদ্ধান্ত। তবে তা নিয়ে মুখ খোলেন ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এরকম কথা আমিও শুনছি। তবে আমার কাছে অফিসিয়াল কোনও খবর নেই। শুধু বলব আগেও যখন টিআরপি পড়ে এসেছিল তখন এরকম খবর রটেছিল। একটা জিনিস তো মানতেই হবে কোনও জিনিস শুরু হলে তা শেষও হবে। সেটা কবে হবে তা আমি নিজেও জানি না। এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকব’
For all the latest entertainment News Click Here