SCEB vs HFC Live: হায়দরাবাদের বিরুদ্ধেই কি ঘটবে শাপমোচন? কঠিন লড়াই এসসি ইস্টবেঙ্গলের সামনে
এসসি ইস্টবেঙ্গলই একমাত্র দল যে এই মরশুমে একটি ম্যাচও জিততে পারেনি। সাত ম্যাচ শেষে তাদের দখলে মোট পয়েন্ট তিন। অপরদিকে, হায়দরাবাদ ছয় ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে। নিজেদের অর্ধেক ম্যাচ জিতেছে তারা। লাল-হলুদ শিবিরের কাছে এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়াটা যে একেবারেই সহজ নয়, তা বলতে কোনো বিশেষজ্ঞ লাগে না।
প্রথম এগারোয় দুইটি পরিবর্তন হায়দরাবাদের
এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করা দলের প্রথম এগারোয় থেকে এই ম্যাচে দুইটি পরিবর্তন করেছে হায়দরাবাদ এফসি। দলে এসেছেন অনিকেত যাদব ও এডু গার্সিয়া।
প্রথম এগারোয় তিনটি পরিবর্তন ইস্টবেঙ্গলের
গত ম্য়াচ থেকে এসসি ইস্টবেঙ্গল দলে তিনটি পরিবর্তন করেছে। লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না আন্তোনিও পেরোসেভিচ। ফ্রানিও পর্চে জায়গায় লাল-হলুদের প্রথম এগারোয় এসেছেন জয়নার লরেন্সো। অমরজিৎ সিং কিয়াম এবং আমির দার্ভিসেভিচ প্রথম এগারোয় সুযোগ পেয়েছেন।
হায়দরাবাদের সাম্প্রতিক ফর্ম
নিজেদের ছয়টি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে হায়দরাবাদ, পরাজিত হয়েছে মাত্র একটি ম্যাচে। বর্তমানে লিগ তালিকায় ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে হায়দরাবাদ এফসি। তবে গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আবার জয়ের সরণীতে ফিরতে চাইবে নিজামের শহরের দল।
ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্ম
এখনও অবধি এসসি ইস্টবেঙ্গলই লিগের একমাত্র দল যারা এই মরশুমে একটিও ম্যাচ জিততে পারিনি। ম্যানুয়েল দিয়াজের দল এখনও অবধি সাত ম্যাচ খেলে ৩ ম্যাচ ড্র করেছে এবং ৪টিতে হেরেছে। লিগের লাস্টবয়রা নিজেদের প্রথম জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। তবে এই ম্যাচেও ইতিবাচক ফলাফল না হলে দিয়াজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়বে বই কমবে না।
For all the latest Sports News Click Here