SC EB vs FC Goa: গোয়ার কাছেও হার, লাল-হলুদই একমাত্র টিম, যাদের কাছে জয় এখনও অধরা
Updated: 07 Dec 2021, 09:51 PM IST
- ডোবাল সেই রক্ষণ। লাল-হলুদ টিমটিরই কোনও ধারাবাহিকতা নেই। চেন্নাইয়িন ম্যাচ গোল খায়নি যেমন, তেমনই গোলের মুখ খুলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। বাকি ম্যাচগুলোতে তারা একের পর এক গোল খেয়ে যাচ্ছে। ৫ ম্যাচে ১৪ গোল হজম করেছে ম্যানুয়েল দিয়াজের এসসি ইস্টবেঙ্গল।
এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলের আইএসএলের এমন টিম যারা কোনও ম্যাচে জেতেনি। মঙ্গলবার এফসি গোয়াও এই মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল। কিন্তু লাল-হলুদের জয় এখনও অধরা। যা জঘন্য ডিফেন্স, এই নিয়ে ম্যাচ জেতা কার্যত অসম্ভব। পুরো দলটা টিমগেম খেলছে না। মূলত একক দক্ষতার কারণে গোলগুলো হচ্ছে। এ দিন ম্যাচ হেরে লিগ তালিকার লাস্টবয় হয়ে গেল এসসি ইস্টবেঙ্গল। আর লাল-হলুদকে ৪-৩ হারিয়ে ১০ লিগ তালিকার দশ নম্বরে উঠে এল গোয়ার দলটি।
খেলা শেষ
ফের রক্ষণের হতশ্রী চেহারা। ফের হারল লাল-হলুদ। যে টিমটা প্রথম তিনটি ম্যাচেই হেরে বসেছিল, তাদের কাছে ৩-৪ হেরে বসল এসসি ইস্টবেঙ্গল। দিয়াজের ছেলেরা সত্যিই আইএসএল খেলার জন্য এখনও তৈরি নন। আসলে টিমটাই তৈরি করে উঠতে পারেনি লাল-হলুদ কোচ। প্রতিটি ম্যাচে দল বদলে চলেছেন দিয়াজ। কিন্তু সেরা একাদশ এখনও তৈরি করে উঠতে পারেননি। এফসি গোয়ার বিরুদ্ধেও দলে পাঁচটি পরিবর্তন করেছিল। তবু জেতা হল না লাল-হলুদের। আসলে রক্ষণ, মাঝমাঠ – সব কিছুরই বেহাল দশা। প্রতিরোধ গড়ে তোলারই ক্ষমতা নেই। যার নিট ফল, এখনও পর্যন্ত এই মরশুমে আইএসএলের ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে জয় পেয়ে লাল-হলুদকে এগারোতে নামিয়ে লিগ তালিকার দশে উঠে এল এফসি গোয়া।
৯০ মিনিট: ৩-৪ পিছিয়ে লাল-হলুদ
চতুর্থ গোল আর শোধ করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। নির্দিষ্ট সময়ের খেলা শেষ। ৫ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে।
৮৫ মিনিট: এসসি ইস্টবেঙ্গলের প্লেয়ার পরিবর্তন
রাজুর জায়গায় নামলেন জয়নার।
৮৪ মিনিট: এফসি গোয়ার তিনটি পরিবর্তন
আইবান ডোলিং-এর জায়গায় নামলেন মুহম্মদ নেমিল।
গ্ল্যান মার্টিনসের জায়গায় নামলেন রেবেলো।
অর্টিজের জায়গায় নামলেন ফক্স।
৮৩ মিনিট: হলুদকার্ড
ফাউল করে হলুদকার্ড দেখলেন ইস্টবেঙ্গলের রাজু গায়কোয়াড়।
৮১ মিনিট: এসসি ইস্টবেঙ্গলের প্লেয়ার পরিবর্তন
নওরেমের জায়গায় নামলেন হাওকিপ।
৭৯ মিনিট: গোওওওওওওলললল, ৪-৩ করল গোয়া
লাল-হলুদের রক্ষণ একেবারে হতশ্রী। ফের ৩-৪ পিছিয়ে পড়ল তারা। নগুয়েরা আরও একটি গোল করে ৪-৩ গোয়াকে এগিয়ে দিলেন। এ দিন প্রথম গোলের মুখ খুলেছিলেন নগুয়েরাই।
৭৫ মিনিট: ম্যাচের ফল ৩-৩
এফসি গোয়া ব্য়বধান বাড়ানোর চেষ্টা করে চলেছে। তারা এই ম্যাচ জিততে মরিয়া। লাল-হলুদও এই ম্যাচ জিততে চাইবে। বারবার পিছিয়ে পড়েও তারা ৩-৩ সমতা ফিরিয়েছে। তবু কোথাও যেন একটু মরিয়া ভাবটা গোয়ার তুলনা কম দিয়াজের ছেলেদের মধ্যে।
৬৬ মিনিট: দুরন্ত সেভ শুভমের
ফ্রি-কিক থেকে নেওয়া এডু বেদিয়ার দুরন্ত শট পুরো লক্ষ্যে ছিল। অসাধারণ সেভ করলেন লাল-হলুদ কিপার শুভম।
৬৫ মিনিট: হলুদকার্ড
ফাউল করে এসসি ইস্টবেঙ্গলের আদিল খান হলুদকার্ড দেখলেন। ফ্রি-কিক পেল এফসি গোয়া।
৬০ মিনিট: লাল-হলুদের প্লেয়ার পরিবর্তন
বিকাশ জাইরুর বদলে নামলেন লালরিনলিয়ানা।
৫৯ মিনিট: গোওওওওওওলললল, ৩-৩ করলেন পেরোসেভিচ
একক দক্ষতায় দুরন্ত একটি গোল করেন। ধীরজ সহ এফসি গোয়ার দুই ফুটবলারকে কাটিয়ে ৩-৩ করলেন পেরোসেভিচ। এসসি ইস্টবেঙ্গল কি এই মরশুমে প্রথম জয়ের স্বাদ পাবে?
৪৬ মিনিট: এসসি ইস্টবেঙ্গলের দু’টি পরিবর্তন
টমিস্লাভের জায়গায় নামলেন চিমা।
অমরজিৎ কিয়ামের জায়গায় নামলেন আদিল খান।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
বিরতির আগে মোট ৫ গোল হয়েছে। ২-৩ পিছিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। এই অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল।
বিরতি: ৩-২ এগিয়ে রয়েছে গোয়া
প্রথমার্ধটা কিন্তু জমজমাট ছিল। দুই দল মিলিয়ে মোট পাঁচ গোল হয়েছে। আসলে দুই দলের রক্ষণই খুবই দুর্বল। তবে প্রথমার্ধে তিন বারই এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। দু’বার গোলশোধ করতে পেরেছে দিয়াজ ব্রিগেড। তৃতীয় গোলটি তারা শোধ করে জেতার জন্য আরও গোল দ্বিতীয়ার্ধে করতে পারে কিনা, সেটাই দেখার! নাকি গোয়া এই ব্যবধান ধরে রেখে বা ব্যবধান বাড়িয়ে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পাবে? নাকি ম্যাচটি ড্র হবে?
৪৫ মিনিট: ৩ মিনিট ইনজুরি টাইম
৩-২ ফের পিছিয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। তাও গোয়ার তিন নম্বর গোলটি আত্মঘাতী হয়েছে। এসসি ইস্টবেঙ্গল কি পারবে বিরতির আগে গোলশোধ করতে?
৪৪ মিনিট: গোওওওওওওলললল, ৩-২ এগিয়ে গেল গোয়া
যে পেরোসেভিচ লাল-হলুদের রক্ষক হয়ে উঠেছিলেন, সেই ফুটবলারের জন্যই ৩-২ করল এফসি গোয়া। কর্নার থেকে নগুয়েরার শট বাঁচানোর পরিবর্তে আত্মঘাতী গোল করে বসেন পেরোসেভিচ। ৩-২ ফের এগিয়ে গেল গোয়া।
৩৭ মিনিট: গোওওওওওওলললল, ২-২ করল ইস্টবেঙ্গল
ফ্রি-কিক থেকে আমির দেরভিসেভিচ দুরন্ত গোল করে সমতা ফেরালেন।
৩৬ মিনিট: ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল
গোয়ার আইবান ডোহলিং ফাউল করে বসলে ফ্রি-কিক পায় এসসি ইস্টবেঙ্গল।
৩১ মিনিট: গোওওওওওওলললল, ২-১ করল গোয়া
পেনাল্টি থেকে গোলশোধ করতে কোনও ভুল করেননি জর্জে অর্টিজ। ২-১ এগিয়ে গেল এফসি গোয়া।
৩১ মিনিট: পেনাল্টি পেল গোয়া
পেনাল্টি-বক্সের মধ্যে সৌরভ দাস ফাউল করে বসে। যার খেসারত লাল-হলুদকে দিতে হল। পেনাল্টি পেল গোয়া।
২৬ মিনিট: গোওওওওওওলললল, ১-১ করল এসসি ইস্টবেঙ্গল
গোয়া ১-০ এগিয়ে যাওয়ার পর গোলের মুখ খুলতে মরিয়া ছিল এসসি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতি ফ্রি-কিক পায় লাল-হলুদ। আমির দেরভিসেভিচের শট গোয়ার ওয়ালে লেগে ফিরে আসে। সেই ফিরতি বল ধরে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান আন্তোনিও পেরোসেভিচ।
১৯ মিনিট: হলুদকার্ড
ফাউল করে এফসি গোয়ার সেভিয়ার গামা হলুদকার্ড দেখলেন।
১৪ মিনিট: গোওওওওওওলললল, ১-০ এগিয়ে গেল গোয়া
ফের ব্যর্থ রক্ষণ। সোমবার তো রক্ষণ এবং মাঝমাঠে পরিবর্তন এনেও কোনও কিছু করে উঠতে পারলেন না ম্যানুয়েল দিয়াজ। সেই রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে আলবার্তো নগুয়েরা ১-০ এগিয়ে দেন এফসি গোয়াকে।
১০ মিনিট: ম্যাচ গোলশূন্য
তাও যেটুকু চেষ্টা এফসি গোয়া করছে, কিন্তু এসসি ইস্টবেঙ্গলের মধ্যে মরিয়া ভাবটাই তো নেই। কেমন যেন ম্যাড়ম্যাড়ে তারা।
৫ মিনিট: ম্যাচ গোলশূন্য
খেলার পাঁচ মিনিট হয়েছে। এখনও গোলের মুখ খুলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়াও সে ভাবে নজর কাড়েনি।
প্রথমার্ধের খেলা শুরু
আইএসএলের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জিততেই হবে এসসি ইস্টবেঙ্গলকে। একই পরিস্থিতি এফসি গোয়ারও।
খেলা শুরুর অপেক্ষা
এফসি গোয়ার প্রথম একাদশ
এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
দলে পাঁচটি পরিবর্তন করা হচ্ছে। অন্তোনিও পেরোসেভিচ, ফ্রাঞ্জো প্রেস, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরু, সৌরভ দাস দলে ফিরেছেন।
ড্যানিয়েল গোমস, জয়নার, ড্যানিয়েন সিডোয়েল, মহম্মদ রফিক এবং চিমা প্রথম একাদশ থেকে বাদ গিয়েছেন।
গোয়াও পৌঁছে গেল স্টেডিয়ামে
স্টেডিয়ামে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড
এফসি গোয়ার আইএসএলের ফলাফল
এফসি গোয়া আইএসএলের তিন ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু এখনও একটিতেও জয় পায়নি তারা। তিনটি ম্যাচই তারা হেরেছে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ০-৩ হার দিয়ে তারা শুরু করেছিল। এর পর জামশেদপুর এফসি-র কাছে ১-৩ হারে। আর নর্থ ইস্টের কাছে ১-২ হারে গোয়া। আজ তাই পয়েন্ট সংগ্রহ করতে মুখিয়ে রয়েছে গোয়ার দলটি।
এসসি ইস্টবেঙ্গলের আইএসএলের ফলাফল
আইএসএলে চার ম্যাচ খেলে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এখনও একটি ম্যাচেও জয় পায়নি ম্যানুয়েল দিয়াজের লাল-হলুদ ব্রিগেড। দু’টি ম্যাচ তারা হেরেছে। দু’টিতে ড্র করেছে। তবে আগের ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গোললেস ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। আর প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। তার পরে ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ হারে তারা। পরের ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ৪-৬ হারে তারা। চার ম্যাচে মোট ১০ গোল তারা হজম করে বসে রয়েছে। তবে শেষ ম্যাচে চেন্নাইয়ের দলের বিরুদ্ধে কোনও গোল তারা খায়নি। এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে এটাই যা প্লাস পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের।
For all the latest Sports News Click Here