SC EB vs CFC Live: ২গোলে পিছিয়ে পড়েও বিরতির পর সমতা ফিরিয়ে ম্যাচ ড্র লাল-হলুদের
লাইভ আপডেটস
Updated: 02 Feb 2022, 09:30 PM IST
- এসসি ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। এখন তাদের কাছে শুধুই সম্মান রক্ষার লড়াই। আইএসএলের টেবলের লাস্টবয়রা কি পারবে ঘুরে দাঁড়াতে?
আইএসএলের ডার্বিতে লজ্জার হারের পর আজ ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। মারিয়ো রিভেরা দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয় এনে দিয়েছিল। এই মরশুমে প্রথম বার আইএসএলের ম্যাচে জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু পরের দুই ম্যাচেই ফের মুখ থুবড়ে পড়ে লাল-হলুদ ব্রিগেড। ২ ম্যাচে ৭ গোল হজম করতে হয়েছে রিভেরার দলকে। হায়দরাবাদের কাছে ৪-০ গোলে এবং ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। সেই ধাক্কা সামলে মারিয়ো রিভেরার টিম কি পারবে আজ ঘুরে দাঁড়াতে?
২ গোলে পিছিয়ে পড়েও ড্র করল এসসি ইস্টবেঙ্গল
প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েছিল এসসি ইস্টবেঙ্গল। একটি গোল আত্মঘাতী করেন হীরা মণ্ডল। দ্বিতীয় গোলটিও হয় হীরার মিস পাস থেকে। চেন্নাইয়িনের মিতেই দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধে বেশ নড়ব় করছিল।
কিন্তু সেই দলটিই দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। জড়তা কাটিয়ে আক্রমণের গতি বাড়ায়। যার ফল তারা হাতেনাতে পায়। প্রথমে ফ্রি-কিক থেকে সিডোয়েলের দুরন্ত গোলে ব্যবধান কমায় লাল-হলুদ। দ্বিতীয় গোলটি দ্বিতীয়ার্দের ইনজুরি টাইমে করেন ৭৭ মিনিটে পরিবর্তে নামা লালরিনলিয়ানা নামতে। বেশ কিছু ভালো সুযোগ দ্বিতীয়ার্দে তৈরি করেছিল লাল-হলুদ। কিন্তু সুযোগগুলো কাজে লাগেনি। তা না হলে হয়তো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত এসসি ইস্টবেঙ্গল।
৯০+ মিনিট: ২-২ করে ফেলল এসসি ইস্টবেঙ্গল
দ্বিতীয়ার্ধে বারবার সমতা ফেরানোর চেষ্টা করেছে এসসি ইস্টবেঙ্গল। প্রথমে সিডোয়েলের দুরন্ত গোল। তার পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কর্নার থেকে আসা বল লক্ষ্য করে শরীর ভাসিয়ে হেডে দুরন্ত গোল করে সমতা ফেরান নামতে। ২ গোলে পিছিয়ে থাকার পরে দুরন্ত লড়াই লাল-হলুদের।
৮৬ মিনিট: জোড়া পরিবর্তন লাল-হলুদের
হীরা মণ্ডলের জায়গায় নামলেন মহম্মদ রফিক। এবং আদিল খানের জায়গায় নামলেন রাজু গায়কোয়াড়।
৮১ মিনিট: প্লেয়ার পরিবর্তন
এ দিন চেন্নাইয়িনের ভাল্কসিচ সে ভাবে নজর কাড়তে পারেননি। তাঁর জায়গায় নামলেন লুকাস।
৭৭ মিনিট: জোড়া পরিবর্তন লাল-হলুদের
পেরোসেভিচের জায়গায় নামলেন ফ্রান্সিসকো জোস সোতা। আর সৌরভ দাসের জায়গায় নামলেন লালরিনলিয়ানা নামতে।
৭৫ মিনিট: ১-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
সমতা ফেরানোর জন্য লড়াই চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এখনও পর্যন্ত ১-২ পিছিয়ে রয়েছে। পারবে কি এসসি ইস্টবেঙ্গল সমতা ফেরাতে?
৬৬ মিনিট: প্লেয়ার পরিবর্তন
এসসি ইস্টবেঙ্গলের অমরজিৎ কিয়ামের জায়গায় নামলেন হুইদ্রোম সিং।
চেন্নাইয়িনের মিতাইয়ের জায়গায় আগেই নেমেছেন রিগান সিং। আর সুশীল পাশার জায়গায় নেমেছেন মিরলান। কোমানের জায়গায় নামলেন এডউইন।
৬১ মিনিট: ১-২ করে ফেলল এসসি ইস্টবেঙ্গল
পেনাল্টি বক্সের ঠিক বাইরে জার্মানপ্রীত সিং ফাউল করে বসেন আদিল খানকে। ফ্রি-কিক পায় এসসি ইস্টবেঙ্গল। ফ্রি-কিক থেকে দূরপাল্লার দুরন্ত শট নেন ড্যারেন সিডোয়েল। কাউকে কোন সুযোগ না দিয়ে শটটি সোজা জালে জড়ায়। সিডোয়েলের দুরন্ত গোলে ১-২ করল এসসি ইস্টবেঙ্গল।
৫৫ মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট খেলা হয়ে গিয়েছে। চেষ্টা করেও কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। বরং চেন্নাইয়িন এফসি এই ম্যাচ জিতলে লিগ তালিকার ৮ নম্বর থেকে একেবারে তিনে উঠে আসবে।
৪৬ মিনিট: প্লেয়ার পরিবর্তন
চেন্নাইয়িনের সাজিদ ধুতকে তুলে নামানো হল জার্মানপ্রীত সিং-কে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
০-২ পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নামল এসসি ইস্টবেঙ্গল। মানসিক ভাবে তারা পিছিয়ে রয়েছে। এ দিকে চেন্নাইয়িন এফসি কিন্তু বেশ চনমনে।
প্রথমার্ধের খেলা শেষ: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
এসসি ইস্টবেঙ্গল ছন্দে না থাকলেও, বিশেষজ্ঞরা হীরা মণ্ডলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সেই হীরাই আজ চেন্নাইয়িন ম্যাচে ভিলেন হয়ে গেল। প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় চেন্নাইয়িন। সেই গোল দু’টিই হয়েছে হীরার জন্য। প্রথম গোলটি তাঁর আত্মঘাতী। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে হীরা মিস পাস করেন, আর সেই বল ধরেই ০-২ করেন নিংথই মিতেই।
৪৫ মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল।
৪০মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
ফ্রি-কিক, কর্নারের মাধ্যমে সামান্য চাপ তৈরি করার চেষ্টা করেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু কোনও লাভ হয়নি। গোলের মুখ তারা খুলতে পারেনি। ০-২ পিছিয়ে রয়েছে মারিয়ো রিভেরার টিম।
৩৮ মিনিট: হলুদ কার্ড
বাজে ভাবে ফাউল করে হলুদ কার্ড দেখলেন চেন্নাইয়িনের সাজিদ ধুত। ফ্রি-কিক পায় লাল-হলুদ। কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।
৩০মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
লাল-হলুদের রক্ষণের হাল এই বছর একেবারেই জঘন্য। শেষ দু’ম্যাচে তারা ১ গোল করে ৭ গোল খেয়েছে। চেন্নাইয়িন ম্যাচেও একই ধারা অব্যাহত। তারা ১৫ মিনিটের মধ্যেই দু’গোল হজম করে বসে রয়েছে। আক্রমণে তারা উঠবে কী, রক্ষণ আর মাঝমাঠ নিয়েই তারা নাজেহাল। চেন্নাইয়ের আক্রমণ আটকাতে কার্যত এসসি ইস্টবেঙ্গল থরথর করে কাঁপছে।
১৫মিনিট: ০-২ পিছিয়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল
১৫ মিনিটের মধ্যে ২ গোল করে ফেলল চেন্নাইয়িন। আর দু’গোলের জন্য দায়ী এসসি ইস্টবেঙ্গলের হীরা মণ্ডল। প্রথম গোলটি তাঁর আত্মঘাতী। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে হীরা মিস পাস করেন, আর সেই বল ধরেই ০-২ করেন নিংথই মিতেই।
১১ মিনিট: হলুদ কার্ড
ফাউল করে এসসি ইস্টবেঙ্গলের হীরা মণ্ডল হলুদ কার্ড দেখলেন।
১০ মিনিট: ০-১ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
ম্যাচের ১০ মিনিট হয়ে গিয়েছে। কিন্তু গোলশোধ করতে পারেনি লাল-হলুদ। বরং চেন্নাই অনেক বেশি আক্রমণে উঠবে। এনেক পজিটিভ ফুটবল খেলছে। শুরুতে গোল খেয়ে এসসি ইস্টবেঙ্গল কিছুটা নড়বড়ই করছে।
২মিনিট: ০-১ পিছিয়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল
চেন্নাইয়ের জেরি লালরিজুলার দুরন্ত ক্রস হীরা মণ্ডল ক্লিয়ার করার বদলে, তাঁর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। শুরুতেই আত্মঘাতী গোলে ০-১ পিছিয়ে পড়ে এসসি ইস্টবেঙ্গল। এই গোলের ক্ষেত্রেও লাল-হলুদের রক্ষণের কঙ্কালসার চেহারাটাই আরও একবার প্রকট হয়েছে।
ম্যাচ শুরু
এসসি ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়িন দুই দলের সামনে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
ম্যাচের আগে লাল-হলুদের শেষ মুহূর্তের ওয়ার্ম আপ
দুই দলের প্রথম একাদশ
চেন্নাইয়িন এফসি টিমের হাল
চেন্নাইয়িন এফসি ১৩ ম্যাচ খেলেছে। ৫টি ম্যাচ তারা জিতেছে। ৫টি ম্যাচ হেরেছে। ৩টি ড্র করেছে। ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ৮ নম্বরে। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে তারা ৩-০ হেরেছে। স্বভাবতই জয়ে ফেরার জন্য মরিয়া থাকবে চেন্নাইয়ের টিমও।
এসসি ইস্টবেঙ্গল টিমের হাল
আইএসএলে ১৪টি ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে এসসি ইস্টবেঙ্গল। তারা এখনও পর্যন্ত ৭টি ম্যাচেই হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। মাত্র এক ম্যাচে তারা জিতেছে। লাল-হলুদের পারফরম্যান্স একেবারে তলানিতে। এই মরশুমে আইএসএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ২৮ গোল হজম করতে হয়ে এসসি ইস্টবেঙ্গল ডিফেন্সকে।
মারিয়ো রিভেরা দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্য়াচে গোয়ার বিরুদ্ধে জয় এনে দিয়েছিল। এই মরশুমে প্রথম বার আইএসএলের ম্যাচে জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু পরের দুই ম্য়াচেই ফের মুখ থুবড়ে পড়ে লাল-হলুদ ব্রিগেড। শেষ ২ ম্য়াচে ৭ গোল হজম করতে হয়েছে রিভেরার দলকে। হায়দরাবাদের কাছে ৪-০ গোলে এবং ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে।
For all the latest Sports News Click Here