SC EB-কে হারিয়ে দশে উঠে এল গোয়া, হাবাসের দল এখন লিগ টেবলের লাস্টবয়, পাঁচে ATK MB
পরপর দুই ম্যাচ হেরে এটিকে মোহনবাগান আগেই লিগ টেবলের প্রথম চার থেকে নেমে গিয়েছে। তারা এখন পাঁচে রয়েছে। আর এসসি ইস্টবেঙ্গল তো এ বার আইএসএলে এখনও জয়ের মুখই দেখেনি। মঙ্গলবার এফসি গোয়ার কাছে হেরে তারা নেমে গিয়েছে লিগ টেবলের একেবারে শেষে। এই মুহূর্তে তারাই লাস্টবয়। গোয়া বরং লাল-হলুদ বাহিনীকে হারিয়ে এক ধাপ উপরে উঠে এসেছে। তারা রয়েছে দশে।
তবে টুর্নামেন্ট যতো এগোবে, ততই সাপ-লুডোর লড়াইয়ের ওঠানামা আরও তীব্র হবে। আপাতত এক নজরে দেখে নিন, বর্তমানে কোন টিম ঠিক কোন জায়গায় অবস্থান করছে:
আইএসএল ২০২১-২২’এর আপডেটেড পয়েন্ট টেবিল:-
১. মুম্বই সিটি এফসি: ম্যাচ-৪, জয়-৩, ড্র-০, হার-১, পয়েন্ট-৯, গোল পার্থক্য:+৭
২. জামশেদপুর এফসি: ম্যাচ-৪, জয়-২, ড্র-২, হার-০, পয়েন্ট-৮, গোল পার্থক্য:+৩
৩. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-৩, জয়-২, ড্র-১, হার-০, পয়েন্ট-৭, গোল পার্থক্য:+২
৪. ওড়িশা এফসি: ম্যাচ-৩, জয়-২, ড্র-০, হার-১, পয়েন্ট-৬, গোল পার্থক্য:+৩
৫. এটিকে-মোহনবাগান: ম্যাচ-৪, জয়-২, ড্র-০, হার-২, পয়েন্ট-৬, গোল পার্থক্য:০
৬. কেরালা ব্লাস্টার্স: ম্যাচ-৪, জয়-১, ড্র-২, হার-১, পয়েন্ট-৫, গোল পার্থক্য:-১
৭. হায়দরাবাদ এফসি: ম্যাচ-৩, জয়-১, ড্র-১, হার-১, পয়েন্ট-৪, গোল পার্থক্য:+১
৮. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-৪, জয়-১, ড্র-১, হার-২, পয়েন্ট-৪, গোল পার্থক্য:-২
৯. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ম্যাচ-৪, জয়-১, ড্র-১, হার-২, পয়েন্ট-৪, গোল পার্থক্য:-২
১০. এফসি গোয়া: ম্যাচ-৪, জয়-১, ড্র-০, হার-৩, পয়েন্ট-৩, গোল পার্থক্য:-৫
১১. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-৫, জয়-০, ড্র-২, হার-৩, পয়েন্ট-২, গোল পার্থক্য:-৬
For all the latest Sports News Click Here