Sayak Chakraborty: ভালোবাসা মানে কী সায়কের কাছে? মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর ভালোবাসার দিবসের একদিনই আগেই ভালোবাসার গানের মিউজিক ভিডিয়ো দর্শকদের উপহার দিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। টেলি পর্দার জনপ্রিয় অভিনেতা সায়ক। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে আকাশ আটের ধারাবাহিক ‘কাঞ্চি’তে অভিনয় করছেন। আজই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন মিউজিক ভিডিয়ো ‘ইয়াদে জারুরি হ্য়ায়’ (Yaadein Zaroori Hai)।
মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন সায়ক চক্রবর্তী এবং কোয়েল দাস। কণ্ঠ দিয়েছেন প্রণয় মল্লিক। পরিচালনায় রাহুল যাদব। গানের পুরো শ্যুটিং হয়েছে চন্দননগরে। এ বিষয় হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে ফোনের ওপার থেকে সায়ক জানিয়েছেন, গানটা শুনে দারুণ পছন্দ হয়েছে তাঁর। তাই দ্বিতীয়বার ভাবেননি তিনি।
শ্যুটিংয়ের মজাদার মুহূর্তের কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, ‘শ্যুটিংয়ের দিন ভোর পাঁচটায় গাড়ি পাঠিয়েছিল। আমি ভোর ৪টে ৪৮ নাগাদ ঘুম থেকে উঠে ওদের ফোন করেছি। ওরা বলল আর দশ মিনিট লাগবে গাড়ি নিয়ে আসছে। আর ওই দশ মিনিটটা আমি ঘুমিয়ে পড়েছি প্রায় এক ঘণ্টা। ওরা সবাই আমার বাড়ির নীচে বিনা শব্দে এক ঘণ্টা দাঁড়িয়ে ছিল। যদিও এটা খুবই অন্যায় করেছি জানি ওদের সঙ্গে। কিন্তু কাজটা এক্কেবারে সময়ের মধ্যে শেষ হয়েছে। যদিও সবাইকে গিয়ে প্রচুর প্রচুর সরি বলেছি’।
সায়কের ভ্যালেন্টাইন্স ডে-এর কী প্ল্যান? অভিনেতা সাফ জানিয়েছে, ‘ভ্যালেন্টাইন্স ডে’র আমার কোনও প্ল্যান নেই। আমার জীবনের একটাই ভালোবাসা আমার কাজ আর মা’।
সায়কের কাছে ভালোবাসার মানে কী? এ বিষয় বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘একটা বয়সেই পর অবশ্যই সবার প্রয়োজন হয় কাছের মানুষের। চারিদিকে এতো বিচ্ছেদ এত ডিভোর্স দেখে আমি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছি। এর থেকে মনে হয় একা থাকলেই ভালো থাকব আমি। আপাতত একাই আছি। তবে আমার কাছে ভালোবাসাটা মানে যার কোনও প্রতিস্থাপন হয়না। যেমন ধরো আমাদের মা-বাবা তাঁদের আমরা প্রতিস্থাপন করতে পারিনা। কারণ আমাদের বন্ধনটাই এমনভাবে তৈরি হয়েছে, যার কোনও বদলি করা যায়না। তেমনি সম্পর্কের ক্ষেত্রে এখন অনেক অপশন। তুমি এটা করবে না, চলো ব্রেকআপ, অন্য একজন রয়েছে। এগুলো কেন? একজনকে নিয়েও তো ভালো থাকা যায়। এই মানুষটাই, তারই বড় অভাব আমার জীবনে। যে এমন ভাবনাচিন্তা রাখে। যারা নতুন প্রেম করছে বা করছো আমার মনে হয় তাঁদেরও এই ভাবনাটা নিয়ে নতুন সম্পর্কে এগিয়ে যাওয়া উচিত’।
তবে মনের মানুষের সন্ধানে রয়েছেন অভিনেতা। একগাল হাসি নিয়ে সায়ক জানিয়েছেন, ‘যদি কেউ চলে আসে আচমকা, এই ১৪ তারিখেই কেউ চলে এলো। তাহলে এলো। তবে একদম সিঙ্গেল। আমার কেউ নেই। কোনও প্ল্যানও নেই। আমি চাই মিঙ্গেল হতে। কিন্তু হচ্ছেনা বিষয়টা। আসলে কাউকে দেখে সেই ভরসাটা জাগছে না’।
যারা প্রেম করে, তাঁদের ভালোবাসার দিনে অনেক শুভেচ্ছা এবং প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়েছেন সায়ক, ‘তাই ভালোবাসার দিনে আমাদের এই মিউজিক ভিডিয়ো। আমি বলতে পারিনি, যে আমি ওকে ভালোবাসি হয়তো বললে আমাদের সম্পর্কটা হয়তো হয়ে যেত। মিউজিক ভিডিয়োতে এটাই দেখানো হচ্ছে। গানের মাধ্যমে এটাও একটা বার্তা, তোমাদের যদি কাউকে ভালোলাগে, প্লিজ বলে ফেলো। এই রকম অনেক মানুষ আছে যারা বলতে পারে না। এভাবেই দেখতে হয় বা তার বিয়েতে গিয়ে দুঃখ পেতে হয়। তাই এগিয়ে যাও বলে ফেলো…’।
For all the latest entertainment News Click Here