Santosh-এর মূল পর্বের শুরুতেই পয়েন্ট নষ্ট, খেলার সময় নিয়ে ক্ষোভ বাংলার কোচের
বিশ্বজিৎ ভট্টাচার্যের বঙ্গ ব্রিগেড সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ড যতটা ভালো ভাবে শুরু করেছিল, সেটা ধরে রাখতে পারল না মূল পর্বে। মূল পর্বের প্রথম ম্যাচেই দিল্লির কাছে তারা আটকে গেল। ম্যাচের ফলে ২-২ ড্র। বাংলার হয়ে নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন।
তবে ম্যাচ ড্রয়ের পর একরাশ ক্ষোভ উগরে দেন বাংলার কোচ বিশ্বজিৎ। তিনি অভিযোগের সুরে বলে দেন, ‘এত রোদের মধ্যে কি ভালো ফুটবল খেলা যায়? ভুবনেশ্বরে প্রচণ্ড গরম। আর এই গরমে সকাল ন’টায় খেলা দেওয়া হয়েছে আমাদের। এই সময়ে কি আদৌ ভালো খেলা সম্ভব?’
সন্তোষ ট্রফির নক আউট পর্ব এবং ফাইনাল ম্যাচ হবে সৌদি আরবে। এদিকে প্রবল রোদের মধ্যে সকাল ৯টায় খেলা। দুটোই তো বিপরীত ছবি। বাংলার কোচ বলছেন, ‘সন্তোষ ট্রফির নক আউট-ফাইনাল হবে সৌদি আরবে, এটা ভাল দিক। খেলোয়াড়দের মোটিভেশন জোগাবে, এ ব্যাপারে সন্দেহ নেই। ভাল খেলতে পারলে ওখানকার একটা-দুটো ক্লাব খেলোয়াড়দের ডাকতেও পারে। এটা ভাল দিক। তবে সূচি নিয়ে একটু ভাবনাচিন্তার দরকার ছিল। সূচি যখন এমন, তখন আর কী করার!’
আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে বড় চমক, টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল হবে সৌদি আরবে
কোয়ালিফাইং রাউন্ডের প্রতিটি ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলেছিল বাংলা। কিন্তু মূল পর্বের প্রথম ম্যাচই ড্র। হঠাৎ মুখ থুবড়ে পড়ল কেন দল? বিশ্বজিতের দাবি, ‘আজ আমরা অনেক মিস পাস করেছি। এতগুলো মিস পাস কী করে হল, সেটাই ভাবছি। ছেলেদের বোঝাতে হবে। পরের ম্যাচ ১৩ তারিখ। সেই সকাল ৯ টায় ম্যাচ। ৯টার সময়ে ম্যাচ থাকলে সকাল ছ’টার মধ্যে তৈরি হয়ে বেরোতে হয়। কোনও রকমে নাকেমুখে গুঁজে ব্রেকফাস্ট করতে হয়। তার পরে খেলা। খেলা শেষে বারোটা-সাড়ে বারোটার আগে লাঞ্চ নয়। ফলে অনেকক্ষণ না খাওয়া অবস্থায় থাকতে হয় ছেলেদের। এআইএফএফ যেরকম সূচি করেছে, তাতে তো খেলতেই হবে। কী আর করা যাবে!’
আরও পড়ুন: কবে হবে ISL 2022-23 মরশুমের ফাইনাল? প্লে-অফের ম্যাচই বা কবে হবে? জানুন বিস্তারিত
শনিবার ভুবনেশ্বরে মূলপর্বের প্রথম ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও, শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের দখলে রাখতে পারেননি বাংলার ছেলেরা। জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠা। কিন্তু কিন্তু রক্ষণের ভুলে জিততে পারেনি বিশ্বজিতের টিম। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে বাংলা। বিরতিতে খেলার ফল ছিল দিল্লি পক্ষে ১-০। দ্বিতীয়ার্ধে নরহরির গোলে সমতা ফেরে। এর পর আবার গোল করে বাংলাকে ২-১ এগিয়ে দেন দলের অধিনায়ক। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সুরজিৎ হাঁসদা, বাসুদেব মান্ডিরা। ম্যাচের শে লগ্নে সমতা ফেরায় দিল্লি। প্রথম ম্যাচ ড্র হওয়ায় কিছুটা চাপে পড়ে গেল বাংলা। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের শুরুতে আটকে যাওয়ায় অখুশি কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সোমবার সার্ভিসেসের বিরুদ্ধে পরের ম্যাচ বাংলার।
For all the latest Sports News Click Here