Sandy Saha: কন্ডোমের পোশাক পরে প্রেম দিবসে রাস্তায় ‘সিঙ্গল’ স্যান্ডি, তারপর…
এটা স্যান্ডির পক্ষেই সম্ভব! বাংলার এই সোশ্যাল মিডিয়া স্টারের সাম্প্রতিক কীর্তি দেখে চোখ ছানাবড়া নেটপাড়ার। প্রেম দিবসের দিন স্যান্ডি সাহা যা করলেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কন্ডোমের পোশাক পরে এদিন রাস্তায় নামলেন স্যান্ডি। এখানেই ক্ষান্ত থাকলেন না, গড়ের মাঠ ও ভিক্টোরিয়া চত্বর দাপিয়ে বেড়ালেন তিনি। কখনও ঘোড়ার পিঠে উঠলেন, কখনও মাঝরাস্তায় নাচলেন, কখনও আবার ক্রিকেটের ব্যাট হাতে মাঠে নামলেন।
অদ্ভূত বস্তু দিয়ে পোশাক বানিয়ে চর্চায় থাকেন উরফি জাভেদ। তবে স্যান্ডির এই ট্যালেন্টের সামনে ডাহা ফেল উরফি জাভেদ, বলছেন নেটিজেনরা। ভ্যালেন্টাইন্স উইকে হোটেলের বাইরে এত বেশি কন্ডোমের ছড়াছড়ি, তা ব্যবহার করেই নাকি এই ড্রেস বানিয়েছেন স্যান্ডি। অন্তত ভিডিয়োতে তেমনটাই দাবি তাঁর। নিজেকে এদিন ‘নিরোধ পরী’ বলেও উল্লেখ করেন স্যান্ডি সাহা।
প্রেম দিবসের দিন স্যান্ডির আফসোস, ‘আমার তো কেউ ছিল না জীবনে, সেই সিঙ্গল দশা কাটানোর জন্যই আমি এমন ড্রেস পরেছি’। ঘোড়সওয়ারি সেরে ব্যাট হাতে ক্রিকেট খেললেন স্যান্ডি।
স্যান্ডির এমন কীর্তি নতুন নয়। এর আগে নাইটি পরে প্লেনে উঠে পড়েছেন, পাঁচতারা হোটেল ঢুকে স্নানের ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছেন। তাই স্যান্ডিকে ‘নিরোধ পরী’ হিসাবে দেখে খুব বেশি হতবাক নয় দর্শক। তবে অনেকেই কটাক্ষের সুরে লেখেন, ‘এদের পুলিশে ধরে না কেন? দেখলে বমি আসে’। এক নেটিজেন লেখেন, ‘উরফি জাভেদের বেস্ট ফ্রেন্ড স্য়ান্ডি সাহা’।
এদিন নিজের ফলোয়ার্সদের উদ্দেশে জরুরি বার্তাও দেন স্য়ান্ডি। লেখেন, ‘কন্ডোম সবার সামনে বলা বা কেনা খারাপ কিছু নয়। কন্ডোম ব্যবহার করলে আনওয়ান্টেড প্রেগনেন্সি বা কোন রকম এসটিডি র হাত থেকে রক্ষা পাই আমরা। তাই সকলের উদ্দেশ্যে বলি, না এড়িয়ে এই ব্যাপার নিয়ে খোলাখুলি কথাবার্তা বলুন এবং মানুষকে ব্যবহার করার পরামর্শ দিন।’
কনটেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন স্যান্ডি। তারকাদের ট্রোল করা থেকে শুরু করে, নাইটি পরে নাচানাচি কিছুই বাদ থাকে না তাঁর চ্যানেলে। সোশ্যাল ইস্যু নিয়ে নিজের ধঙেও ভিডিয়ো বানিয়ে থাকেন। গিয়েছেন ‘রোডিজ’-এ। আপতত কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।
For all the latest entertainment News Click Here