SAI-এর কাছে সিন্ধুর আব্দার, হাফিজ হাসিমকে কোচ করার অনুরোধ ব্যাডমিন্টন কুইনের
শুভব্রত মুখার্জি: ভারতের অলিম্পিক খেলাধুলার ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা পিভি সিন্ধু। ভারতের হয়ে অলিম্পিক থেকে ইতিমধ্যেই জোড়া পদক জিতে ফেলেছেন তিনি। কুস্তিগীর সুশীল কুমারের পরবর্তীতে তিনি একমাত্র ভারতীয় অ্যাথলিট, যিনি অলিম্পিক থেকে জোড়া পদক জিতেছেন। সামনেই রয়েছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক। যেখানে নিজের তৃতীয় পদক জেতার পাশাপাশি সোনা জয় লক্ষ্য পিভি সিন্ধুর। আর সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যেই তিনি এবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের কাছে জানালেন এক আব্দার। মহম্মদ হাফিজ হাসিমকে তাঁর ব্যক্তিগত কোচ হিসেবে নিয়োগ করার অনুরোধ তিনি করেছেন সাইয়ের কাছে।
প্রাক্তন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফিজ হাসিমের কাছেই শেষ দু সপ্তাহ ধরে অনুশীলন করছেন সিন্ধু। হায়দরাবাদেই এই অনুশীলন করছেন তিনি। আর এমন আবহেই সিন্ধু সাইয়ের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে করে হাফিজ হাসিমকে ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস পর্যন্ত তাঁর ব্যক্তিগত কোচ হিসেবে নিয়োগ করা হয়।
সোমবারেই বিষয়টি নিয়ে সিন্ধু চিঠি লিখেছেন। সাইয়ের কাছে টার্গেট অলিম্পিক পোডিয়াম অর্থাৎ টপ স্কিমে প্রাক্তন মালয়েশিয়ান তারকাকে নিয়োগের কথা লেখেন সিন্ধু। সূত্রের খবর সিন্ধুকে মৌখিকভাবে বিষয়টি নিয়ে আশ্বস্ত করে জানানো হয়েছে তাঁর অনুরোধকে মান্যতা দেওয়া হবে।
আরও পড়ুন:- MPL 2023: ভাগ্যের হাতে মার খেলেন কেদাররা, ফাইনাল ভেস্তে যাওয়ায় মহারাষ্ট্র প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন রত্নাগিরি
হায়দরাবাদেই গাচ্চিবাউলি স্টেডিয়ামে শেষ দুই সপ্তাহ ধরে সুচিত্রা ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে হাফিজ হাসিমের সঙ্গে অনুশীলন করছেন ২৭ বছর বয়সী। ইন্দোনেশিয়া ওপেন খেলে ফেরার পরেই হাফিজের তত্ত্বাবধানে অনুশীলন করছেন সিন্ধু। জুলাইতে কোরিয়া এবং জাপান ওপেনে খেলবেন সিন্ধু। সেখানেও তাঁর সঙ্গে যাওয়ার কথা রয়েছে হাফিজের।
আরও পড়ুন:- Neeraj Chopra: ফের ডায়মন্ড লিগে বাজিমাত নীরজের, লুসানে পিছন থেকে উঠে এসে চ্যাম্পিয়ন ভারতের সোনার ছেলে- ভিডিয়ো
৪০ বছর বয়সী হাফিজকে নিয়োগ করেছিল সুচিত্রা ব্যাডমিন্টন অ্যাকাডেমি। অন্যদিকে শ্রীকান্ত বর্মার তত্ত্বাবধানে চলছে সিন্ধুর স্ট্রেনথ এবং কন্ডিশনিংয়ের অনুশীলন। সিন্ধুর অনুরোধের চিঠিটি ইতিমধ্যেই ব্যাডমিন্টন ফেডারেশন পৌঁছে দিয়েছে সাইয়ের কাছে। ২০১৯ সালে সিন্ধুর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল পার্ক তাই সাংয়ের। তার পর থেকে হেড কোচ ছাড়াই কার্যত লড়াই চালিয়ে গিয়েছেন সিন্ধু। ফলে অলিম্পিকের আগেই নয়া কোচ নিয়োগ করে শিরোপা জয়ের লড়াইতে ঝাঁপাতে চাইছেন সিন্ধু।
For all the latest Sports News Click Here