Saayoni Ghosh: অসুস্থ তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ, রয়ছে জ্বর, কোভিড নাকি?
অভিনেত্রী তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের ভক্তদের জন্য খারাপ খবর। কোভিড পজিটিভ সায়নী। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন নায়িকা। ‘অপরাজিত’ অভিনেত্রী লেখেন, ‘জ্বর, সর্দি, কাশি কোনও উপসর্গই নেই। তবু যাঁরা যাঁরা এই কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’
অসুস্থ সায়নী খানিকটা মন খারাপের সঙ্গেই জানিয়েছেন, আগামী কয়েক দিনের জন্য সবরকম রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে তাঁকে, এরজন্য তিনি ক্ষমাও চেয়ে নেন। এর পাশাপাশি ফ্যানেদের আশ্বাস দিয়ে তিনি জানান, খুব দ্রুত সুস্থ হয়ে আবারও শক্তি সঞ্চয় করে ময়দানে নামবেন। সায়নীর দ্রুত আরোগ্য কামনা করে ‘গেট ওয়েল সুন’ বার্তা পাঠিয়েছেন অনুরাগীরা।
এক সপ্তাহ আগেও অসুস্থ ছিলেন সায়নী। সেই সময় একটি মন ছুঁয়ে যাওয়ার মতো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। দেখা গিয়েছিল অসুস্থ সায়নী বিছানায় শুয়ে আছেন, আর নিজের হাতে করে মা খাইয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। সেই ভিডিয়ো পোস্ট করে সায়নী লিখেছিলেন, ‘শরীর খারাপের ভাল দিক!’ নিমেষেই ভাইরাল হয়েছিল সায়নীর সেই ভিডিয়ো।
একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল থেকে ভোটে জিততে না পরালেও, সায়নী ঘোষ এখন বঙ্গ রাজনীতির জনপ্রিয় মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষের কাঁধে এখন গুরু দায়িত্ব। আপাতত দেশের যুব সমাজকে ‘ঘাসফুলে’-এ আকৃষ্ট করাই তাঁর প্রধান উদ্দেশ্য।
এ প্রসঙ্গে জানিয়ে রাখি, রাজ্য তথা দেশে করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪,৪১,৪৫,৭৩২। সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১,৩৪,৯৩৩, রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডে একদিনে প্রাণ হারিয়েছেন ৪০ জন। যা ফের ভাবাচ্ছে স্বাস্থ্য মন্ত্রককে।
For all the latest entertainment News Click Here