SA20 League LIVE: টসে জিতে বোলিং MI কেপটাউনের, মাঠে নামছেন জোফ্রা আর্চার
MI Cape Town vs Paarl Royals SA20 League Live Scores: আজ শুরু হল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে MI কেপটাউন এবং পার্ল রয়্যালস। কেপটাউনের নিউল্যান্ডসে প্রথম ম্যাচ হচ্ছে। যে টুর্নামেন্টে মোট ছ’টি দল আছে। মোট ৩৩ টি ম্যাচ হবে। আজ MI কেপটাউন বনাম পার্ল রয়্যালস ম্যাচের লাইভ স্কোর ও আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
দুর্দান্ত শুরু কারানের, দিলেন মাত্র ১ রান
দারুণ শুরু স্যাম কারানের। প্রথম ওভারেই পার্লস রয়্যালসের দুই ব্যাটারকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রিয় অস্ত্র কারানকে সামলাতে গিয়ে সমস্যায় পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক তথা পার্লসের কিপার জোস বাটলার। দ্বিতীয় ওভারে মাত্র এক রান দিলেন কারান। দু’ওভারে পার্লসের স্কোর বিনা উইকেটে নয় রান।
কারা আছেন MI কেপটাউনের প্রথম একাদশে?
MI কেপটাউন প্রথম একাদশ: রাসি ভ্যান ডার দাসেন, গ্র্যান্ট রোয়েলফসেন (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন, ডেলানো পটজিটার, জর্জ লিন্ডে, স্যাম কারান, রশিদ খান (অধিনায়ক), ডুয়ান জানসেন, ওলি স্টোন এবং জোফ্রা আর্চার।
প্রথম ওভারে উঠল ৮ রান
শেষ প্রথম ওভার। পার্লসের স্কোর বিনা উইকেট আট রান। পাঁচ রানে খেলছেন জোস বাটলার। তিনিই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম চার মেরেছেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম রান করেছেন উইহান লুব্বে। প্রথম ওয়াইড দিয়েছেন জর্জ লিন্ডে।
নয়া যুগ শুরু হল T20 ফ্র্যাঞ্চাইজি লিগের
আজ শুরু হল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে MI কেপটাউন এবং পার্ল রয়্যালস। কেপটাউনের নিউল্যান্ডসে প্রথম ম্যাচ হচ্ছে। যে টুর্নামেন্টে মোট ছ’টি দল আছে। মোট ৩৩ টি ম্যাচ হবে।
শুরু হল খেলা
শুরু হল দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ। প্রথমে ব্যাট করছে পার্ল রয়্যালস। বল হাতে MI কেপটাউন। ব্যাট করছেন জোস বাটলার এবং উইহান লুব্বে। বল করছেন জর্জ লিন্ডে। স্পিনারদের দিয়ে বল শুরু রশিদ খানের।
টসে জিতে বোলিং MI কেপটাউনের, মাঠে নামছেন জোফ্রা আর্চার
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচে টসে জিতলেন MI কেপটাউনের অধিনায়ক রশিদ খান। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। আজ খেলবেন জোফ্রা আর্চার।
For all the latest Sports News Click Here