SA vs BAN: IPL-এর কাছে আত্মসমর্পণ, ভাঙা দল নিয়ে টাইগারদের মুখোমুখি প্রোটিয়ারা
সাম্প্রতিক অতীতে দেশ বনাম ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষত ফ্রাঞ্চাইজি লিগটা যখন আইপিএল হয়, তখন তারকাদের টান আরও বেড়ে যায়। ৩১ তারিখ থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজেও এমন সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা ছিলই। সেই সিরিজের জন্য আজই ১৫ জনের দলও ঘোষণা করে দিল প্রোটিয়ারা।
আগে থেকেই জল্পনা চলছিল যে এই সিরিজে কাগিসো রাবাদাদের মতো আইপিএল খেলা তারকারা ছাড় পাবেন। সেই জল্পনাই সত্যি হল। রাবাদা, লুঙ্গি এনগিদি, এডেন মার্করামের মতো আইপিএলে সুযোগ পাওয়া একজন তারকাও প্রোটিয়া দলে নেই। নিজেদের দল ঘোষণার পর, আইপিএলের সামনে নিজেদের আত্মসমর্পণের কথা স্পষ্ট জানিয়ে দেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিবৃতিতে তাদের তরফে জানানো হয়, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের আইপিএল খেলতে না বলার আমাদের কোনও উপায় নেই। কারণ আমরা নিরন্তর আমাদের ক্রিকেটারদের জীবন জীবিকা, ওদের কেরিয়ারের বড় সুযোগ এবং জাতীয় দলের ডিউটির মধ্যে একটা সাম্যতা বজায় রাখতে চাই।’
তবে এই টুইট করার কিছুক্ষণের মধ্যেই প্রবল জনরোষের মুখে পড়ে প্রোটিয়া বোর্ড। ফলত তড়িঘড়ি নিজেদের এই বিবৃতিতে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন তারা। তবে টেস্টের আগে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই দলের আটজন সদস্য় আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ। তবে যেহেতু ২৩ মার্চ, আইপিএল শুরুর তিন দিন আগেই সেই সিরিজ শেষ হয়ে যাচ্ছে, তাই ওয়ান ডে সিরিজে মোটামুটি সকলেই খেলবেন বলে আশা করা হচ্ছে।
For all the latest Sports News Click Here