SA vs BAN: শিকে ছিঁড়েছে নিউজিল্যান্ডে, এবার প্রোটিয়াভূম নিয়ে খোয়াব দেখছেন তামিম
এই মাসেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি ওয়ান ডে এবং দু’টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে রামধনুর দেশে উড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রোটিয়াভূমে এর আগে ২০০৮ সালে বাতিল হওয়া একটি ওয়ান ডে বাদে ছয়টি টেস্ট, নয়টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টির সবকয়টিই হেরেছে বাংলাদেশ। তবে এবার ভাগ্যবদলের আশায় তামিম ইকবাল।
বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই জয় থেকেই অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভাগ্য বদলাবে বলে মনে করছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের রেকর্ড একেবারেই ভাল নয়। তবে রেকর্ড বদলাতেও পারে। নিউজিল্যান্ডে টেস্ট জয়ই তো আমাদের পথ দেখিয়েছে। ওখানে আমরা ৩০-৩২ ম্যাচে জিততে ব্যর্থ হয়, তবে টেস্ট দল সেই রেকর্ড বদলে দিয়েছে। আমি আশাবাদী এখানেও এমনটা করতে সক্ষম হব।’
চোটের কারণে তামিম নিজে সেই টেস্ট ম্যাচ বা সিরিজে খেলতে পারেননি। তবে সেই দলের অনেকেই বাংলাদেশের ওয়ান ডে দলে রয়েছেন। তামিমের বিশ্বাস, সেই ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ডে ম্যাচ জয়ের আগে নিজেদের মানসিকতা সকলের সঙ্গে ভাগ করে নিলে, তাতে সুবিধাই হবে। তবে এবার আর শুধু ভাল ক্রিকেট খেলা নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ফেরাই বাংলাদেশের লক্ষ্য।
‘আমরা জানি ওরা নিজেদের পরিবেশে কতটা ভাল দল এবং আমাদের কাজটা বেশ কঠিন হতে চলেছে। দশ বছর আগে হলে আমি বলতাম (এই সফরে) ভাল ক্রিকেট খেলাটাই আমাদের লক্ষ্য। তবে এখন জয়টাই আমাদের লক্ষ্য এবং তার জন্য যা যা করণীয়, তার সবটাই করব আমরা। আমরা সফল হলে খুব ভাল, আর সাফল্য না পেলে, আরও খেটে নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব।’ সফরে বাংলাদেশের লক্ষ্য বলতে গিয়ে জানান তামিম। ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। ১৮ মার্চ প্রথম ওয়ান ডে খেলে এই সফর শুরু করবেন তামিমরা।
For all the latest Sports News Click Here