SA সফরেই অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাবেন কোহলি,দাবি কানেরিয়ার
গত কয়েক মাস ধরে বিরাট কোহলিকে কেন্দ্র করে নানা কারণে ভারতীয় ক্রিকেটে উত্তেজনার পরিবেশ তৈরি হয়ে রয়েছে। পারফরম্যান্স করতে না পারা বা শতরানের খরা- এই বিষয়গুলিকেও ছাপিয়ে গিয়েছে মাঠের বাইরের কিছু ঘটনা। এই যেমন প্রথমে তিনি আইপিএলের টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তার পরে ভারতীয় দলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। এ সব কাণ্ডের পর সম্প্রতি বিসিসিআই তাঁকে ওডিআই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। তা নিয়ে বিতর্ক, বোর্ড-কোহলির দূরত্ব, এই সবের মাঝেই পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন, কোহলির জন্য অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ হতে চলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজ।
৩৩ বছরের কানেরিয়া নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে দাবি করেছেন, কোহলির জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এর পিছনে তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন।
কানেরিয়ার দাবি, ‘বিরাট কোহলির জন্য এটি একটি খুব বড় সফর হতে চলেছে। কারণ ভারত কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি। সম্প্রতি তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে গিয়ে জিতেছে। কিন্তু এ বার অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সামনে শেষ সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের। ওকে রান করতে হবে, দলকে জেতাতে হবে, এবং ওকে এই সফরে নিজেকে প্রমাণ করতে হবে। বিশেষ করে যে ভাবে বিসিসিআই ওকে বের করে দিয়েছে (ওডিআই অধিনায়কত্ব থেকে)।’
ভারত এবং দক্ষিণ আফ্রিকা তিনটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। এবং ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট শুরু হবে। নিঃ
For all the latest Sports News Click Here