Rudranil Ghosh: ৪৯ বছরেও কেন অবিবাহিত রুদ্রনীল? এই ‘খারাপ লাগা’টাই আসল কারণ
টলিউডের ‘অভিনয় জানা’ অভিনেতাদের মধ্যে পড়েন রুদ্রনীল ঘোষ। তবে বর্তমান সময়ে সেভাবে তাঁকে দেখা মিলছে না রুপোলি জগতে। তাঁর বিশ্বাস, পদ্মশিবিরে যোগ দেওয়ার পর থেকেই তাঁর কাছে কাজের অফার আসা কমে গিয়েছে। তবে, অনেকেই প্রশ্ন তোলেন বয়স তো অনেক হল! কেন এখনও বিয়ে করছেন না রুদ্রনীল ঘোষ।
সম্প্রতি টিভিনাইন বাংলার কাছে এখনও অবিবাহিত থাকার কারণ জানালেন অভিনেতা নিজেই। আর কথা প্রসঙ্গে টেনে আনলেন ২০০৪ সালের সেই বিতর্কিত ঘটনা। যেখানে ‘বলপূর্বক ধর্ষণ ও প্রতারণা’র অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
রুদ্রনীল তাঁর সাক্ষাৎকারে জানান, ‘আমার প্রেমিকার সঙ্গে আইনি যে ঘটনাটি ঘটেছিল তারপর থেকে সিরিয়াস কোনও সম্পর্কের ক্ষেত্রে আমার খারাপ লাগা রয়েছে। আমার বন্ধু রাজ, ওর বউ শুভশ্রী, কাঞ্চন চায় আমার বিয়ে দিতে। ওরা অনবরত চেষ্টাও করে তা নিয়ে।’
প্রসঙ্গত, ২০০৫ সালে এক অভিনেত্রী (রুদ্রনীলের তৎকালীন প্রেমিকা) রিজেন্ট পার্ক থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল। জানিয়েছিল ২০০৪ সালে বলপূর্বক তাঁর সাথে সম্পর্ক স্থাপন করেন অভিনেতা। তারপর ওই অভিনেত্রী অভিযোগ করার কথা বললে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকী, ২০০৪ সালে ম্যারেজ রেজিস্টারের কাছে গিয়ে নিজেদের নাম নথিভুক্তও করান। তবে তারপর আর বিয়ে করতে রাজি হননি। যদিও প্রায় ১১ বছর পরে রুদ্রনীল বেকসুর খালাস পান।
সেই কথাই টেনে এনে রুদ্রনীল জানান, ‘যেহেতু আমি বিবাহিত নই, তাই আমার কোলে বস্তা চাপিয়ে দেওয়া খুব সোজা। প্রেম করলাম, বিচ্ছেদ হল, আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। তারপর আদালতে প্রমাণ হল তিনি মিথ্যে ছিলেন। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল ছিল। এরপপর তিনি পারতেন হাইকোর্টে মামলা করতে, করেননি। আমি চাইলেই মানহানির মামলা করতে পারতাম। করিনি, কারণ তিনি তো আমার শত্রু নন, তিনি আমার নিজের প্রেমিকা।’
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর সাথেও সম্পর্ক ছিল রুদ্রনীলের। কিন্তু সেটাও টেকেনি!
For all the latest entertainment News Click Here