RRR জ্বর ক্রিকেটারদের মধ্যেও-জুনিয়র এনটিআর-এর সঙ্গে সাক্ষাৎ গিল, সূর্যকুমারের
ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে এখন হালকা মেজাজে ভারতীয় দল। বুধবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। নিজামের শহরে আগেই পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হয়েছে রবিবার। সোমবার ছুটির মেজাজেই ছিল রোহিতের দল।
আর ছুটির দিনটি বেশ ভালো ভাবেই উপভোগ করলেন ক্রিকেটাররা সোমবার শুভমন গিল, সূর্যকুমার যাদবরা দেখা করেন দক্ষিণী সুপারস্টার জুনিয়ার এনটিআর-এর সঙ্গে। গিল, সূর্যকুমার ছাড়াও ছিলেন যুজবেন্দ্র চাহাল, ইশান কিষাণ এবং শার্দুল ঠাকুর। জুনিয়র এনটিআরের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি জুনিয়র এনটিআর ও রামচরণ অভিনীত আরআরআর ছবিটি আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে। পেয়েছে গোল্ডেন গ্লোব। সিনেমায় নাটু নাটু গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তারা।
ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। তারপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানেও তিনটি ম্যাচ খেলবে হার্দিকের নেতৃত্বাধীন দল। এই বছরের শেষে শুরু হওয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ওডিআই ম্যাচগুলি দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে কয়েকটি পরিবর্তন করা হয়েছে।
ভারতের অস্থায়ী অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল এই সিরিজে নেই। বলিউড তারকাস সুনীল শেট্টির মেয়ে আখিয়া সেটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। অক্ষর পাটেলও ব্যক্তিগত কারণে এই সিরিজে নেই। ঋষভ পন্ত গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দলের বাইরে। কেএল রাহুলের জায়গায় কিপার হিসেবে নামতে পারেন ইশান কিষাণ।
দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২১ এবং ২৪ জানুয়ারি রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম এবং ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একদিনের সিরিজ শেষ হবার পর টি-টোয়েন্টি সিরিজ ২৭ জানুয়ারি থেকে রাঁচিতে। পরের ম্যাচ লখনউতে হবে ২৯ জানুয়ারি। শেষ ম্যাচটি হবে আমেদাবাদে ১ ফেব্রুয়ারি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here