RRR-এলিফ্যান্ট হুইস্পারার্সের অস্কার জয়ে উচ্ছ্বসিত শাহরুখ-অমিতাভ
৯৫ তম আকাদেমি পুরস্কারের মঞ্চে ভারতকে গৌরবান্বিত করে খেতাব জিতল এসএস রাজামৌলির আরআরআর এবং গুনীত মোঙ্গার দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এরপরই এই দুই ছবিকে এবং তার টিমকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। বাদ যান না বলিউডের বিগ বি, অমিতাভ বচ্চনও। আরআরআর ছবিটির নাটু নাটু গানটি সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার পায়, অন্যদিকে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা শর্ট তথ্য চিত্র বিভাগে পুরস্কার জেতে। এই দুই জয়কে ‘অনুপ্রেরণামূলক’ বলে আখ্যা দেন কিং খান।
বলিউডের বাদশা টুইট করে লেখেন, ‘গুনীত মোঙ্গাকে এলিফ্যান্ট হুইস্পারার্সের জন্য একটা বড় শুভেচ্ছা। এমএম কিরাবানি, চন্দ্রবোস, এসএস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে অনেক শুভেচ্ছা আমাদেরকে পথ দেখানোর জন্য। দুটি অস্কারই ভীষণ অনুপ্রেরণামূলক।’
অমিতাভ বচ্চনও এদিন তাঁর ব্লগে আরআরআর এবং দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমরা জিতলাম। বহুদিন ধরে যে স্বীকৃতি বাকি ছিল সেটা এল। আমরা অ্যাটেনশনের জন্য এতটা সচেতন থাকি, তবুও আমাদের কনসিডার করা হয় না। তবুও আমরা জিতি। আমরা ডিসার্ভ করি।’ তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘একটি বিদেশি রাষ্ট্রতে গিয়ে পুরস্কার জিতে ওরা আমাদের গর্বিত করল। আমরা কারও থেকে কম নই।’
তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘ আমরা জিতেছি, আমরা দুটো জিতেছি। আমরা দেশ এবং দশের জন্য জিতি। আমরা জিতি। ভারতের পতাকা বিদেশে পুঁতে দিয়ে এলাম। অস্কার ৯৫।’
আরআরআর ছবিটির পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। এই ছবির গান নাটু নাটু একাধিক খেতাব জিতেছে। এই গানে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের আইকনিক ড্যান্স স্টেপ গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে। ছবিতে তাঁদের একদল ব্রিটিশদের সঙ্গে এই গানে তাঁদের নাচ করতে দেখা গিয়েছে। গানটি লিখেছেন চন্দ্রবোস। কম্পোজ করেছেন এমএম কিরাবানি। আর কোরিওগ্রাফি করেছেন প্রেম রক্ষিত। এর আগেও যখন অস্কারের জন্য এই ছবি মনোনীত হয়েছিল তখনও শাহরুখ তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন।
অন্যদিকে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবিটির পরিচালনা করেছেন কার্তিকী গন্সালভেস। এটির প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা।
এই দুই অস্কার জয়ের বিষয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে তাঁদের শুভেচ্ছা জানান। লেখেন, ‘অকল্পনীয়! এখন নাটু নাটুর জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। আগামী বহু বছর এই গানটিকে মনে রাখা হবে।’ এরপর তিনি এমএম কিরাবানি, চন্দ্রবোসকে শুভেচ্ছা জানান ভারতকে এই পুরস্কার এনে দেওয়ার জন্য।
অন্যদিকে তিনি কার্তিকী গন্সালভেস এবং গুনীত মোঙ্গাকেও শুভেচ্ছা জানান দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবির জন্য।
For all the latest entertainment News Click Here