RRR-এর একটি টিকিটের দাম জানেন? ওই টাকায় নাকি ২ বছর OTT প্লাটফর্ম দেখে ফেলা যায়
আজই সিনেমা হলে মুক্তি পেয়েছে এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’। দেশের সিনেমা হল-গুলিতে আছড়ে পড়েছে ‘RRR’ ঝড়। ‘বাহুবলী’ ছবি খ্যাত পরিচালক রাজামৌলির ফিল্ম ‘RRR’ মুক্তি ঘিরে বিভিন্ন সিনেমা হলে সাজো সাজো রব। ছবি মুক্তির আগে রণক্ষেত্রের আকার ধারণ করেছে দক্ষিণ। সীমান্তের কাঁটাতার এখন প্রেক্ষাগৃহেও।
বিশেষত হলের মধ্যে সিনেমার স্ক্রিনে ফ্যানদের ঝাঁপিয়ে পড়ার ঘটনায় হল-মালিকরা ত্রস্ত। তাই মাল্টি স্টারকাস্টের ফিল্ম RRR মুক্তির আগে থিয়েটারের ভিতরের নিরাপত্তা আঁটোসাটো করেছেন মালিকরা। বহু হল-এ স্ক্রিনের সামনে কাঁটাতার বসানো হয়েছে। কোথাও আবার পেরেক আটকে রেখে দেওয়া হয়েছে। যাতে সুপারস্টার রামচরণ তেজা বা জুনিয়ার এনটিআরএর ভক্তরা স্ক্রিনের সামনে যেতে না পারেন।
উত্তেজনায় ভরা অ্যাকশন ছবি ‘আরআরআর’। ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, শুক্রবার সকাল পর্যন্ত ওই ছবির হিন্দি ভার্সনের অগ্রিম টিকিট বুকিং হয়েছে ৮ কোটি টাকার। করোনা মহামারীর পরবর্তী সময় অগ্রিম টকিট বুকিংয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে ছিল ৮৩। আরআরআর ছাপিয়ে গিয়েছে সেই হিসেবও।
তবে সবচেয়ে বড় খবর হল কোনও কোনও হলে এই সিনেমার টিকিটের দাম। এক একটি টিকিট বিক্রি হচ্ছে ২ হাজার টাকার উপরে। এই তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পড়ে কেউ কেউ মজা করে বলেছেন, এতে ২ বছর OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশনের খরচ উঠে আসে।
ছবি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে ‘আরআরআর’। প্রায় ৩০০ কোটিরও বেশি বাজেটের এই ছবি। রামচরণ ও জুনিয়র এনটিআরের মতো দক্ষিণের মেগা তারকা আছেন ছবিতে। বলিউডের অজয় দেবগণ ও আলিয়া ভাট অভিনয় করছেন ছবিতে।
For all the latest entertainment News Click Here