RR vs LSG ম্যাচের পর লিগ টেবল না বদলালেও, বড় রদবদল কমলা আর বেগুনি টুপির তালিকায়
রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টস ১০ রানে হারায়। তবে এতে পয়েন্ট টেবলের কোনও অদলবদল হয়নি। তবে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। যেমন জোস বাটলার কমলা টুপির তালিকায় দুইয়ে উঠে এসেছেন। বেগুনি টুপির তালিকায় আবার ফের শীর্ষ স্থান দখল করেছেন মার্ক উড। দেখে নিন পুরো তালিকা-
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৬, জয়: ৪, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ১.০৪৩
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৬, জয়: ২, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.৭০৯
৩) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: ০.২৬৫
৪) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: ০.১৯২
৫) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.১০৯
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.১৬৪
৭) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৫, জয়: ২, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৩২০
৮) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৫, জয়: ২, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৩১৮
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৫, জয়: ২, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৭৯৮
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৫, জয়: ০, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -১.৪৮৮
আরও পড়ুন: প্রথম ওভারেই বুঝে গেছিলাম শক্ত পিচ, ম্যাচ জিতে দাবি বিজ্ঞ রাহুলের
অরেঞ্জ ক্যাপের আপডেটেড তালিকা:
১) ফ্যাফ ডু’প্লেসি- ফ্যাফ এক নম্বর জায়গা ধরে রেখেছেন। ৫ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২৫৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৯। গড় ৬৪.৭৫। স্ট্রাইকরেট ১৭২.৬৬।
২) জোস বাটলার- লখনউয়ের বিরুদ্ধে তাঁর টিম হারলেও, বাটলার সেই ম্যাচে ৪০ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে পৌঁছে গেলেন। ৬ ম্যাচে মোট ২৪৪ রান করেছেন বাটলার। তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯। গড় ৪০.৬৭। স্ট্রাইকরেট ১৪৬.৯৮।
৩) বেঙ্কটেশ আইয়ার- ৫ ম্যাচে মোট ২৩৪ রান করে আপাতত তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন বেঙ্কটেশ। সর্বোচ্চ স্কোর ১০৪। গড় ৪৬.৮০। স্ট্রাইকরেট ১৭০.৮০।
৪) শিখর ধাওয়ান- ৪ ম্যাচ খেলে মোট ২৩৩ রান করে ফেলেছেন শিখর ধাওয়ান। তিনি কমলা টুপির তালিকায় চারে রয়েছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৯৯। গড় ১১৬.৫০। আর স্ট্রাইকরেট ১৪৬.৫৪।
৫) শুভমন গিল- রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুভমন গিল ৩৪ বলে ৪৫ রান করেন। ৫ ম্যাচে এখন তাঁর মোট সংগ্রহ ২২৮ রান। তাঁর সর্বোচ্চ রান ৬৭। গড় ৪৫.৬০। স্ট্রাইকরেট ১৩৯.৮৭। তিনি এখন কমলা টুপির তালিকায় পাঁচে রয়েছেন।
৬) ডেভিড ওয়ার্নার- টানা ৫ ম্যাচে হারলেও, দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে প্রথম পাঁচে রয়ে গিয়েছেন। তাঁর মোট রান এখন ২২৮। সর্বোচ্চ ৬৫। গড় ৪৫.৬০। স্ট্রাইকরেট ১১৬.৯২।
আরও পড়ুন: যশস্বীর আউটের পরেই হাত থেকে ম্যাচ বের হতে শুরু করে- স্পষ্ট স্বীকারোক্তি সঞ্জুর
পার্পল ক্যাপের আপডেটেড তালিকা:
১) মার্ক উড- যুজি লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে উইকেট পাননি। তার উপর ৪ ওভারে ৪১ রান দিয়ে পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে গিয়েছে। এক নম্বর স্থানের দখল ফের গিয়েছে মার্ক উডের হাতে। যদিও রাজস্থানের বিরুদ্ধে মার্ক উড খেলেননি। তবে এই মুহূর্তে ৪ ম্যাচ খেলে তাঁর মোট উইকেট সংখ্যা ১১। ইকোনমি রেট ৮.১২। সেরা পারফরম্যান্স ১৪/৫।
২) যুজবেন্দ্র চাহাল- পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে এলেন যুজি। ছয় ম্যাচে মোট ১১টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের দখলে। তাঁর ইকোনমি রেট ৮.২৫। সেরা পারফরম্যান্স ১৭/৪।
৩) রশিদ খান- পার্পল ক্যাপের তালিকায় তিনে রয়েছেন রশিদ। পাঁচ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যাও এখন ১১। তিনি যুজি, উডের ঘাড়েই চড়ে বসে রয়েছেন। তাঁর ইকোমি রেট ৮.৩০। সেরা পারফরম্যান্স ৩১/৩।
৪) মহম্মদ শামি- পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন শামি। ৫ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ১০। ইকোমি রেট ৮.৩৫। সেরা পারফরম্যান্স ২৫/৩।
৫) তুষার দেশপাণ্ডে- সোমবার আরসিবি-র বিরুদ্ধে তুষার দেশপাণ্ডে ৩ উইকেট নিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিলেন। ৫ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ১০। তাঁর ইকোমি রেট ১১.৪০। সেরা পারফরম্যান্স ৪৫/৩।
For all the latest Sports News Click Here