RR vs LSG: আউট না হয়েও মাঠ ছাড়লেন, IPL-এর ইতিহাসে প্রথম ‘রিটায়ার্ড আউট’ অশ্বিন
আইপিএলে জোস বাটলারকে মানকাডিং করে জোর বিতর্ক তৈরি করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার ফের একবার ব্যতিক্রমী পদক্ষেপে রবিচন্দ্রন চর্চায় চলে এলেন। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হলেন তিনি।
শিমমরন হেতমায়েরের সঙ্গে জুটি বেঁধে লখনউয়ের বিরুদ্ধে রাজস্থানকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন অশ্বিন। মন্দ ব্যাট করছিলেন না। কৃষ্ণাপ্পা গৌতমকে পরপর ২ বলে ২টি ছক্কাও হাঁকান তিনি। তবে ১৮.২ ওভারে আবেশ খানের বলে ১ রান নেওয়ার পরেই আম্পায়ারকে জানিয়ে সোজা সাজঘরে ফিরে যান অশ্বিন। রিয়ান পরাগকে ব্যাটিংয়ের সুযোগ করে দিতেই মাঠ ছাড়েন রবিচন্দ্রন।
অশ্বিন ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন। বোলার আবেশ খান প্রাথমিকভাবে বুঝতেই পারেননি কী ঘটেছে। পরে তিনি উপলব্ধি করেন বিষয়টি। আসলে দরকারের সময় রাজস্থান ইনিংসকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ভূমিকা যথাযথ পালন করেন রবিচন্দ্রন। তবে শেষবেলায় যাতে দ্রুত রান তোলা যায়, সেই উদ্দেশ্যেই তিনি ব্যাট ছেড়ে দিয়ে ক্রিজে ডেকে নেন রিয়ানকে। দলের ভালোর জন্য অশ্বিনের এটি ছিল সুচিন্তিত পদক্ষেপ।
সচরাচর আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচগুলিতেই রিটায়ার্ড আউটের ছবি দেখা যেত। আইপিএলে এমনটা আগে কখনও দেখা যায়নি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এর আগে একবার এমন ছবি দেখা গিয়েছিল। ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়র লিগে সুনজামুল ইসলাম রিটার্য়ার্ড আউট হয়েছিলেন।
স্বাভাবিকভাবেই অশ্বিনের এমন পদক্ষেপের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে দেখা যায় মাইকেল ভন, ইয়ান বিশপদের।
For all the latest Sports News Click Here