RR জিততেই কার্যত ‘আউট’ KKR, শেষ ২ দিনে কোন অঙ্কে কোন ৩ দল প্লে-অফে উঠতে পারবে?
বাকি আছে গ্রুপ লিগের চারটি ম্যাচ। এখনও ফাঁকা পড়ে আছে প্লে-অফের তিনটি দলের জায়গা। ওই সেই চারটি ম্যাচেই নির্ধারিত হবে যে গুজরাট টাইটানসের সঙ্গে কোন তিনটি দল প্লে-অফের টিকিট পাবে। আপাতত যা পরিস্থিতি, তাতে প্লে-অফের বাকি তিনটি জায়গার জন্য মূলত চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়েন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই হবে। নেট রানরেট ভালো থাকায় রাজস্থান রয়্যালস এখনও আশায় বুক বাঁধছে। তবে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান জিতে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) যাবতীয় আশা কার্যত শেষ হয়ে গেল। স্রেফ খাতায়কলমে এখনও টিকে আছে নাইট ব্রিগেড।
আইপিএলে গ্রুপ পর্যায়ের কোন কোন ম্যাচ বাকি আছে?
১) দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস (২০ মে, দুপুর ৩ টে ৩০ মিনিট)।
২) কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস (২০ মে, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট)।
৩) সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২১ মে, দুপুর ৩ টে ৩০ মিনিট)।
৪) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটানস (২১ মে, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট)।
আইপিএলের পয়েন্ট তালিকা
চেন্নাই সুপার কিংসের সুযোগ
আপাতত ১৫ পয়েন্টে আছে চেন্নাই। দিল্লিকে হারিয়ে দিলেই দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনিরা। নেট রানরেটের নিরিখে লখনউ সুপার জায়েন্টসের থেকে এগিয়ে থাকলেই দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে উঠে যাবে চেন্নাই। খেলবে প্রথম কোয়ালিফায়ারে। তবে হেরে গেলেও ধোনিদের সামনে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে। তবে চেন্নাইকে প্রার্থনা করতে হবে যাতে ব্যাঙ্গালোর, মুম্বই বা লখনউয়ের মধ্যে কোনও একটি দল যেন হেরে যায়।
আরও পড়ুন: PBKS vs RR: পাওয়ার প্লেতে উইকেট হারানো, ক্যাচ মিস, তবুও তরুণদের আগলে রাখলেন ধাওয়ান
লখনউ সুপার জায়েন্টসের সুযোগ
কেকেআরকে হারিয়ে দিলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। কারণ সেই ম্যাচটা জিতলে ১৭ পয়েন্টে পৌঁছে যাবে লখনউ। যা ছুঁতে পারবে শুধু চেন্নাই (যে দলগুলির প্লে-অফের টিকিট এখনও নিশ্চিত হয়নি, সেই দলগুলির মধ্যে)। আবার কেকেআরকে বড় ব্যবধানে হারালে চেন্নাইকে টপকে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে। মিলবে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ। তবে হেরে গেলেও প্লে-অফে উঠতে পারবে লখনউ। ধোনিদের মতো প্রার্থনাই করতে হবে, যাতে চেন্নাই, মুম্বই বা ব্যাঙ্গালোরের মধ্যে কোনও একটি দল হেরে যায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সুযোগ
দুটি ম্যাচে বড় ছিনিয়ে নিয়ে নিজেদের ভাগ্য পালটে দিয়েছেন বিরাট কোহলিরা। আপাতত প্লে-অফে ওঠার দৌড়ে এগিয়ে আছেন। শেষ ম্যাচে গুজরাটকে হারিয়ে দিলেই ব্যাঙ্গালোরের প্লে-অফের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে। কারণ আরসিবি ছাড়া শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্স ১৬ পয়েন্টে পৌঁছাতে পারবে। কিন্তু নেট রানরেটের নিরিখে মুম্বইয়ের (-০.১২৮) থেকে অনেক এগিয়ে আছে আরসিবি (+০.১৮০)।
গ্রুপের শেষ ম্যাচে হেরে গেলেও প্লে-অফে যেতে পারবেন বিরাটরা। সেক্ষেত্রে অবশ্য মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয় প্রার্থনা করতে হবে এবং গুজরাটের বিরুদ্ধে এমন ব্যবধানে হারতে হবে, যাতে মুম্বই ও রাজস্থানের থেকে নেট রানরেট (+০.১৪৮) ভালো থাকে। তাহলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়ে যাবে।
রাজস্থান রয়্যালসের সুযোগ
পঞ্জাব কিংসকে শেষ ম্যাচে হারানোর পর রাজস্থানের প্লে-অফের আশা এখনও জিইয়ে থাকল। রাজস্থান বড়জোর চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে উঠতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্গালোর এবং মুম্বইয়ের হার প্রার্থনা করতে হবে রাজস্থানকে। ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারতে হবে, যাতে বিরাটদের নেট রানরেট +০.১৪৮-র নীচে নেমে যায়। সেইসঙ্গে কেকেআরের হার বা কম ব্যবধানে কেকেআরের জয় চাইবে রাজস্থান।
আরও পড়ুন: PBKS vs RR: যশস্বী-পাডিক্কালের জোড়া অর্ধশতরান, পঞ্জাবকে ছিটকে দিলেন স্যামসনরা
কার্যত ছিটকে গিয়েছে কেকেআর
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সামনেও একটা সুযোগ আছে। তবে একেবারেই বাস্তবসম্মত নয়। শেষ ম্যাচে যদি কেকেআর জেতে, তাহলে পয়েন্ট হবে ১৪। তাতেই হবে না। ব্যাঙ্গালোর এবং মুম্বইকে বড় ব্যবধানে হারতে হবে। সেইসঙ্গে লখনউয়ের বিরুদ্ধে কেকেআরকে এমন ব্যবধানে জিততে হবে, যাতে নেট রানরেটের নিরিখে রাজস্থানকে টপকে যেতে পারে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here