Rishabh Pant Accident: মস্তিস্ক এবং মেরুদণ্ডের MRI রিপোর্ট স্বস্তি দেবে পন্তকে
ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্তের মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই-এর রিপোর্ট স্বস্তিজনক। উদ্বেগ করার মতো কোনও বিষয় নেই। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকির কাছে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনাযর কবলে পড়েন ভারতের তারকা কিপার। তার মুখের আঘাত লাগে। ক্ষতবিক্ষত হয়ে যায়। যার জেরে তাঁর প্লাস্টিক সার্জারিও করতে হবে।
তাঁর গোড়ালি এবং হাঁটুতে ব্যথা থাকায় এবং ফুলে যাওয়ার কারণে এমআরআই স্ক্যান করা হয়নি। আগামীকাল পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
তাঁর ডান হাঁটুর লিগামেন্টে আঘাত এবং ডান পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের জন্য, দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকেরা তাঁর হাটুর উপরে এক বিশেষ ধরনের ব্যান্ডেজ করে রেখেছেন। শুক্রবার সন্ধ্যের সময়ে হাসপাতাল যে মেডিক্যাল বুলেটিন দিয়েছেন, তাতে আরও বলা হয়েছে যে পন্ত, ‘স্থিতিশীল এবং সচেতন।’
আরও পড়ুন: রক্তে মুখ ভেসে যাচ্ছিল, জামাকাপড় ছেঁড়া- পন্তকে উদ্ধারকারী জানালেন আসল ঘটনা
ঋষভের কপালে দু’জায়গায় কাটা আছে। তাঁর ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং ডান কব্জি, গোড়ালি আর পায়ের আঙুলেও চোট লেগেছে। ঘর্ষণে পিঠেও আঘাত লেগেছে ঋষভের।
শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে, যখন পন্ত নিজে গাড়ি চালিয়ে রুরকি যাচ্ছিলেন। দুর্ঘটনায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত তাঁর গাড়িটি প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায়, পরে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পন্তের ঠিক কোথায় চোট জানাল BCCI, কতটা চোট জানতে MRI-এর অপেক্ষা
পন্তকে প্রাথমিক ভাবে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল- সাক্ষম মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। এর পর সেখান থেকে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সকাল ছ’টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
কী ভাবে ঘটল এমন দুর্ঘটনা? পুলিশকে পন্ত নিজেই কারণ জানিয়েছেন। গাড়ি চালানোর সময়ে নাকি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
হাঁটুতে আঘাতের কারণে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে পন্তকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজের জন্য টেস্ট দলে যোগ দেওয়ার আগে তাঁকে ১৫ দিনের রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর এনসিএ-তে রিপোর্ট করতে বলা হয়েছিল। এখন চোট এবং ট্রমা সারিয়ে কত দিনে মাঠে ফিরতে পারেন, সেটাই বড় প্রশ্ন!
For all the latest Sports News Click Here