Red Sea Film Festival: শাহরুখকে দেখে ওভাবে চিৎকার? অবাক করা দাবি শ্যারন স্টোনের
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের একটা ভিডিয়ো কমবেশি সকলেই দেখে ফেলেছেন। যেখানে দেখা যাচ্ছে পাশে বলিউডের সুপারস্টার শাহরুখ খান বসে আছেন দেখে একেবারে চমকে উঠেছেন হলিউডের জনপ্রিয় নায়িকা শ্যরন স্টোন। শ্যারণের অভিব্যক্তির সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন কিং খানের ভক্তরা। অনেকের কাছেই এটা তো সেই ‘ফ্যান গার্ল মোমেন্ট’! এবার নিজের ওভাবে চমকে ওঠা নিয়ে মুখ খুললেন শ্যারন।
‘ওহ মাই গড’ বলে তখন চিৎকার করে উঠেছিলেন শ্যারন। সম্প্রতি রেড সি ফিল্মে ফেস্টিভ্যালের আরেক ইভেন্টে এই নায়িকাকে বলতে শোনা যায়, ‘আমার দুটো সিট পরে বসেছিলেন শাহরুখ। আমি জানতাম না। আমি একটু ঝুঁকে ওকে দেখি। এমনিতে আমি খুব একটা তারকাদের দ্বারা প্রভাবিত হই না। কারণ অনেককেই চিনি। তবে শাহরুখকে দেখে তখন আমার অবস্থা পুরো…’
ঠিক কী হয়েছিল?
ভিডিয়োতে দেখা যাচ্ছে শো-র সঞ্চালক শাহরুখ খানের সঙ্গে পরিচয় করান দর্শকাসনে থাকা সকলের। এতক্ষণ শ্যারণ বুঝতেই পারেননি তাঁর পাশে বসে আছে বলিউড সুপারস্টার শাহরুখ। আর জানতে পেরেই চেয়ারে বসেই চিৎকার করে ওঠেন। আর শ্যারণের এই অবস্থা দেখে একটু ঝুঁকে তাঁর গালে চুমু খান শাহরুখ। বেইজ রঙের গাউন ও হাতে কালো গ্লাভস পরে এসেছিলেন শ্যারন।
প্রসঙ্গত, শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দিয়ে উদ্বোধন হয় এই ফেস্টিভ্যালের। শাহরুখকে তাঁর দীর্ঘ ও সফল ফিল্মি কেরিয়ারের জন্য সম্মানিত করা হয়, দেওয়া হয় ‘recognize his exceptional contribution to the film industry’।
কাজের সূত্রে এরপর শাহরুখ খানকে দেখা যাবে ‘পাঠান’ ছবিতে। সম্প্রতি এই অ্যাকশন থ্রিলারের পোস্টারও প্রকাশ্যে এনেছেন তিনি, যাতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের। তিন জনেই হাতে বন্দুক নিয়ে পোজ দেওয়া। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিখানা ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।
পাঠান ছাড়াও শাহরুখের হাতে আছে আটলি-র জওয়ান। যা মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালেরই ২ জুন। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপতিও। বছরের শেষে আসার কথা আছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’র। যাতে শাহরুখের সঙ্গে প্রথমবার দেখা মিলবে তাপসী পান্নুর।
For all the latest entertainment News Click Here