RCB vs SRH: কোহলিরা সব আয়ারাম আর গয়ারাম, আরসিবিকে ৮ ওভারেই উড়িয়ে দিল হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং আক্রমণ বরাবর ভালো। তবে এতটা ভালো বল করবেন ভুবনেশ্বর কুমার, মারকো জানসেন, টি নটরাজনরা, সেটা বোধহয় অনুমান করতে পারেননি বিরাট কোহলিরা। শনিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে কার্যত আত্মসমর্পণ করে ম্যাচ হারে ব্যাঙ্গালোর। হায়দরাবাদের বোলাররাই ম্যাচ থেকে ছিটকে দেন আরসিবিকে।
টস জিতে ব্যাঙ্গালোরকে শুরুতে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। ১৬.১ ওভারে আরসিবি অল-আউট হয়ে যায় মাত্র ৬৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৮ ওভারে ৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭২ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ।
আরও পড়ুন:- IPL 2022: Swiggy, Zomato-র মতো তড়িঘড়ি করছেন বিরাট-রোহিত, টানা ব্যর্থতায় ট্রোল নেটিজেনদের
আরসিবির হয়ে সব থেকে বেশি ১৫ রান করেন প্রভুদেশাই। এছাড়া ১২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হন বিরাট কোহলি, অনূজ রাওয়াত ও দীনেশ কার্তিক। ফ্যাফ ডু’প্লেসি ৫, শাহবাজ আহমেদ ৭, হার্ষাল প্যাটেল ৪, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ ও মহম্মদ সিরাজ ২ রান করে মাঠ ছাড়েন। ৩ রানে অপরাজিত থাকেন জোস হ্যাজেলউড।
হায়দরাবাদের হয়ে মারকো জানসেন ২৫ রানে ৩ উইকেট নেন। ১০ রানে ৩টি উইকেট নিয়েছেন টি নটরাজন। ১২ রানে ২টি উইকেট দখল করেন জগদীশা সূচিথ। উমরান মালিক ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:- RCB vs SRH: ৬৮ রানে অল-আউট ব্যাঙ্গালোর, IPL-এ সব থেকে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে কাদের?
সানরাইজার্সের হয়ে ওপেন করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন অভিষেক শর্মা। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৭ রান করে হার্ষালের বলে আউট হন। কেন উইলিয়ামসন ১৬ ও রাহুল ত্রিপাঠী ৭ রানে নট-আউট থাকেন। ম্যাচের সেরা হয়েছেন জানসেন।
For all the latest Sports News Click Here