RCB vs KKR: কলকাতার বিরুদ্ধে টস জিতেই অনুরাগীদের ‘খারাপ খবর’ দিলেন বিরাট কোহলি
পুরোপুরি ফিট নন বলে ফ্যাফ ডু’প্লেসি মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবিকে নেতৃত্ব দিতে পারেননি। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামলেও ফিল্ডিং করেননি। তাঁর বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেন বিরাট কোহলি।
হঠাৎ তিনি কেন আরসিবির হয়ে টস করতে নামেন, মোহালিতেই কারণ জানিয়ে দেন বিরাট। পঞ্জাব ম্যাচে টসের পরে কোহলি জানান যে, ফ্যাফ ডু’প্লেসি সামান্য অস্বস্তিতে রয়েছেন। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে পারবেন, তবে ফিল্ডিং করতে পারবেন না। তাই তিনি নেতৃত্ব দিতে নামেন আরসিবিকে।
পরে চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও আরসিবিকে নেতৃত্ব দিতে নামেন বিরাট। সেই ম্যাচে টসের পরে বিরাট বলেন, ‘আমাকে গত ম্যাচের সময়ই বলা হয়েছিল যে, তোমাকে হয়ত গোটা দু’য়েক ম্যাচে ক্যাপ্টেন্সি করতে হবে। মাইক হেসন আমাকে জিজ্ঞাসা করেন অসুবিধা আছে কিনা। আমি শুধু নিজের টস রেকর্ডের কথা ভাবছিলাম। কেননা আমার টস রেকর্ড মোটেও ভালো নয়।’
সুতরাং, কোহলির আরসিবির নেতৃত্বে ফেরা যে সাময়িক, পাকাপাকিভাবে নয়, সেটা স্পষ্ট হয়ে যায় বিরাটের কথায়। যদিও সেই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন ডু’প্লেসি। এবশেয গোটা দুয়েক ম্যাচে নয়, বরং বুধবার কেকেআরের বিরুদ্ধেও ঘরের মাঠে আরসিবিকে নেতৃত্ব দেন কোহলি। টানা তৃতীয় ম্যাচে ব্যাঙ্গালোরের নেতৃত্বের দায়ভার হাতে থাকে কোহলির।
আরও পড়ুন:- IPL-এর মাঝে কাউন্টিতে ঝড় পঞ্জাব কিংস তারকার, পা ভাঙার ৮ মাস পরে মাঠে ফিরেই কামাল
আগের ২ ম্যাচে বিরাট কোহলি টস হারেন। তবে কলকাতার বিরুদ্ধে টস-ভাগ্য সঙ্গ দেয় বিরাটকে। যদিও টস জিতেই কোহলি খারাপ খবর দেন অনুরাগীদের। আরসিবির সমর্থকদের কাছে বিষয়টি ইতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে, তবে যাঁরা কোহলিকে আরসিবির নেতৃত্বে দেখতে চান, তাঁরা হতাশ হবেন বিরাটের কথায়। কেননা, বিরাট ইঙ্গিত দেন যে, পরের ম্য়াচ থেকেই হয়ত আরসিবির নেতৃত্বে ফিরবেন ফ্যাফ ডু’প্লেসি।
আইপিলের মাঝে হঠাৎ করে ক্যাপ্টেন্সি করা প্রসঙ্গে কোহলি বলেন, ‘বিষয়টা অপ্রত্যাশিত, তবে নতুন কিছু নয়। এটার সঙ্গে আমি সড়গড়। ছেলেরা ভালো ক্রিকেট খেলছে। তাই হঠাৎ করে দায়িত্ব নিয়েও সবকিছু সামলানো সহজ হয়ে দাঁড়ায়।’
আরও পড়ুন:- RCB-র KGF-কে থামানোর সেরা অস্ত্র রয়েছে KKR-এর হাতে, এই দুই বোলারের বিরুদ্ধ বরাবর ব্যর্থ ব্যাঙ্গালোরের ত্রিফলা
পরক্ষণেই ডু’প্লেসিকে নিয়ে আপডেট দেন বিরাট। তিনি বলেন, ‘ও (ফ্যাফ) আজও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে। আমরা একই দল মাঠে নামাচ্ছি। আশা করি পরের ম্যাচে ও ফিট হয়ে উঠবে এবং পরের ম্যাচ থেকেই সম্ভবত ও দলকে নেতৃত্ব দেবে। তবে এই ম্যাচে ও একই ভূমিকা পালন করবে, যে ভূমিকায় ওকে শেষ ২টি ম্যাচে দেখা গিয়েছে।’
উল্লেখ্য, বিরাট কোহলি ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার পরেই আরসিবির নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। ফলে গত মরশুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন ডু’প্লেসি। তবে এবার আপৎকালীন পরিস্থিতিতে বিরাট ৫৫৫ দিন পরে আরসিবির নেতৃত্বে ফেরেন। এই নিয়ে পরপর ৩টি ম্যাচে তিনি ব্যাঙ্গালোরের হয়ে টস করতে নামেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here